আখিরাতে দ্বিতীয় পর্যায় কোনটি?
Topic: আকাইদ
সুলতানার মা একজন ইমানদার মহিলা। তিনি মেয়েকে সব সময় কবর, জান্নাত, জাহান্নাম, সিরাত, হাশর ইত্যাদি সম্পর্কে বলেন। এগুলোকে বিশ্বাস করে দুনিয়ায় সৎকর্ম করার পরামর্শ দেন। সুলতানার মায়ের কথা মতো চলার চেষ্টা করে।
অনুচ্ছেদে কোনটির ওপর বিশ্বাসের কথা বলা হয়েছে?
অন্তরে কুফরি রেখে মুখে মুখে ইমানের কথা প্রকাশকে কী বলে?
আকিদা শব্দের বহুবচন কোনটি?
বেহেশত কোন ভাষার শব্দ?
নবি-রাসুলগণের ওপর বিশ্বাস করা কী?
আগুণের পোশাক কাদের জন্য তৈরি করা হয়েছে?
কুরআন/সহিফা/হাদিস/তাওরাত – মুসলমান জাতির প্রধান ধর্মগ্রন্থ কোনটি?
হুসনা শব্দের অর্থ কী?
মানবজাতির মহান শিক্ষক কারা?
কিয়ামত ও দুনিয়ার জীবনের মধ্যবর্তী পর্দাস্বরূপ –
সামাদুন শব্দের অর্থ কী?
ইসলামের মূল বিষয়গুলোর ওপর বিশ্বাসকে কী বলা হয়?
নবুয়ত অর্থ কী?
নিফাক শব্দের শাব্দিক অর্থ কী?
সর্বশ্রেষ্ঠ জান্নাতের নাম কী?
‘আর প্রত্যেক জাতির পথপ্রদর্শক রয়েছে’ সুরা রাদের কত নং আয়াত?
ইমান অর্থ কী?
ইমান/জুলুম/সদকা/হাবিয়া কোনটি আল্লাহর নিকট একটি বড় নিয়ামত?
আসমানি কিতাবগুলোর মধ্যে ছোট কিতাবগুলোকে কী বলা হয়?
কুরআন মাজিদে কতজন নবি-রাসুলের কথা বলা হয়েছে?
‘হামীম’ শব্দের অর্থ কী?