একটি কল্যাণ সমিতির সদস্য সংখ্যা ৫০০ জন। মাথাপিছু চাঁদার হার ১০ টাকা, কোন এক বছরে প্রাপ্ত টাকা পরিমাণ ৭,০০০ টাকার মধ্যে বিগত বছরের বকেয়া ৫০০ টাকা ও আগামী বছরের অগ্রীম চাঁদা অন্তর্ভূক্ত আছে। কত টাকা অগ্রীম চাঁদা হিসাবে পাওয়া গেছে?

  • ১,৫০০ টাকা

এ বছর চাঁদা বাবদ আয় ৫,০০০ টাকা, গত বছরের অগ্রীম চাঁদা প্রাপ্তি ১,০০০ টাকা। এ বছর অগ্রীম চাঁদা প্রাপ্তি ১,৫০০ টাকা, গত বছরের বকেয়া চাঁদা প্রাপ্তি ৫০০ টাকা এ বছরের বকেয়া চাঁদা ২০০ টাকা। অতএব, এ বছরের নগদ প্রাপ্তি হবে কত টাকা?

  • ৫,৮০০ টাকা

বিগত বছরের বকেয়া চাঁদা ৫০০ টাকা, চলতি বছরের বকেয়া চাঁদা ৬০০ টাকা, নগদ চাঁদা প্রাপ্তি ৮০০ টাকা, বিগত বছরের অগ্রীম চাঁদা প্রাপ্তি ১০০ টাকা, চলতি বছরের অগ্রীম চাঁদা প্রাপ্তি ৫০ টাকা, চলতি বছরের চাঁদা বাবদ আয় হবে কত টাকা?

  • ৯৫০ টাকা

প্রাপ্তি প্রদান হিসাবে মজুরী বাবদ প্রদান ৫০,০০০ টাকা, যার মধ্যে অগ্রীম মজুরী ২,০০০ টাকা। বৎসর শেষে মোট মজুরী ১/৫ অংশ বকেয়া থাকলে সংশ্লিষ্ট বৎসরের মোট মজুরী ও বকেয়া মজুরীর পরিমাণ কত?

  • ৬০,০০০ ও ১২,০০০ টাকা

চলতি বছর মজুরী বাবদ ১৫,৫০০ টাকা প্রদান করা হয়েছে। এর মধ্যে অগ্রীম মজুরী প্রদান ২,০০০ টাকা ও গত বছরের মজুরী বকেয়া ৫০০ টাকা অন্তর্ভুক্ত আছে। এ বছরের মজুরী বকেয়া ১,০০০ টাকা, গত বছর প্রদত্ত অগ্রীম মজুরী ১,২০০ টাকা। চলতি বছরের আয়-ব্যয় হিসাব মজুরীর বাবদ ব্যয় কত হবে?

  • ১৫,২০০ টাকা

চলতি বছরের আয়-ব্যয় হিসাবে মজুরী খরচ বাবদ ১৫,৩০০ টাকা দেখানো হয়েছে। এর সাথে সমন্বয় সাধন করা হয়েছে অগ্রীম মজুরী প্রদান ২,০০০ টাকা, গত বছরের বকেয়া মজুরী প্রদান ৫০০ টাকা, এ বছরের বকেয়া মজুরী ১,০০০ টাকা ও গত বছর প্রদত্ত অগ্রীম মজুরী ১,৪০০ টাকা।

চলতি বছরের প্রাপ্তি ও প্রদান হিসাবে মজুরী বাবদ কত টাকা দেখান হয়েছে?

  • ১৫,৪০০ টাকা

অব্যবসায়ী প্রতিষ্ঠানের মোট ৪৭ জন সদস্যের চাঁদার হার সমান। ৫জন সদস্য চলতি বছরসহ ৩ বছরের অগ্রীম চাঁদা ৩০০ টাকা পরিশোধ করে। ২ জন সদস্য চলতি বছর ও বিগত ২ বছরের বকেয়া ১২০ টাকা প্রদান করে। চলতি বছরের আয়-ব্যয় হিসাবে চাঁদা বাবদ কত টাকা দেখান হবে?

  • ৭০৫ টাকা

এ বছর চাঁদা বাবদ আয় ৫,০০০ টাকা। গত বছরে অগ্রীম চাঁদা প্রাপ্তি ১,০০০ টাকা। এ বছর অগ্রীম অগ্রীম চাঁদা প্রাপ্তি ১,৫০০ টাকা। গত বছরের বকেয়া চঁদা প্রাপ্তি ৫০০ টাকা। এ বছরের বকেয়া চাঁদা ২০০ টাকা। এ বছরের নগদ প্রাপ্তি কত হবে?

  • ৫,৮০০ টাকা

XYZ ক্লাবে ৫০০ জন সদস্য আছেন যারা বার্ষিক ২০০ টাকা হারে চাঁদা দিয়ে থাকেন। ৫০ জন সদস্য ২০০৬ সালে ২০০৭ সালের চাঁদা অগ্রীম দিয়েছেন। ৩০ জন সদস্য ২০০৬ সালের চাঁদা পরিশোধ করে। ৪০ জন সদস্য ২০০৮ সালের চাঁদা অগ্রীম দিয়েছেন এবং ৬০ জন সদস্য ২০০৭ সালের চাঁদা পরিশোধ করেননি।

২০০৭ সালে চাঁদা বাবদ কত টাকা পাওয়া গেছে?

  • ৯২,০০০ টাকা

২০০৭ সালে অগ্রণী যুবসংঘের ভাড়ার খরচ প্রদান করা হয় ৭৫,০০০ টাকা। যার মধ্যে ৩,০০০ টাকা অগ্রীম রয়েছে ২০০৮ সালের জন্য। এ বছরের বকেয়া ভাড়া মোট ভাড়ার ১/৫ অংশ হবে।

মোট ভাড়া ও বকেয়া ভাড়ার পরিমাণ কত হবে?

  • ৯০,০০০ ও ১৮,০০০ টাকা

ইয়ুথ ক্লাবের ২০১০ সালের প্রাপ্ত চাঁদার পরিমাণ ২০,০০০ টাকা, এর মধ্যে বিগত বছরের চাঁদা ২.৫% এবং পরবর্তী বছরের চাঁদা ২.৫% ; চাঁদা বাবদ এই বছরের আয়-ব্যয়ের হিসাবে ক্রেডিট কত হবে?

  • ১৯,০১২.৫০ টাকা

চলতি বছরে মোট চাঁদা ৫৫,৫০০ টাকা। এর মধ্যে ৫,৫০০ টাকা বিগত বছরের। ক্লাবের মোট সদস্য সংখ্যা ৬০ জন এবং বার্ষিক চাঁদার হার ১,০০০ টাকা হলে, মোট অনাদায়ী চাঁদা কত?

  • ১০,০০০ টাকা

একটি ক্লাবের সদস্যদের থেকে ২,০০,০০০ টাকা চাঁদা পাওয়া গেল। এর মধ্যে পূর্ববর্তী বছরের পাওনা ৩,০০০ টাকা এবং অগ্রীম প্রাপ্তি ১,০০০ টাকা যোগ আছে।

বর্তমান বছরের ৫ সদস্যের প্রতি জনের ৫০০ টাকা হিসাবে চাঁদা বকেয়া আছে। বর্তমান বছরের আয়ের পরিমাণ কত?

  • ১৯৮,৫০০ টাকা

একটি ক্লাব ২০১০ সনে ৬০,০০০ টাকা চাঁদা পেয়েছেন, যার মধ্যে ২০০৯ সালের চাঁদা আছে ৩,০০০ টাকা, ২০১১ সালের অগ্রীম চাঁদা আছে ২,০০০ টাকা। ২০১০ সালের বকেয়া চাঁদার পরিমাণ ৯,০০০ টাকা হলে, ২০১০ সালের চাঁদা বাবদ আয় কত হবে?

  • ৬৪,০০০ টাকা

চাঁদাপ্রাপ্তি ৭০,০০০ টাকা। এর মধ্যে বিগত বছরের চাঁদা ৩,০০০ টাকা এবং অগ্রীম চাঁদা ১০,০০০ টাকা অন্তর্ভূক্ত আছে। চলতি বছরের চাঁদা বকেয়া রয়েছে ৮,০০০ টাকা। চলতি বছরের আয়-ব্যয় হিসাবে চাঁদা বাবদ কত দেখানো হবে?

  • ৬৫,০০০ টাকা