প্রাঙ্গণরক্ষকের মজুরি, লকার ভাড়া, চাঁদা, হলরুম ভাড়া – কোনটি মুনাফাজাতীয় খরচ?
Topic: অব্যবসায়ী প্রতিষ্ঠান
প্রারম্ভিক প্রাপ্তি ও প্রদান, সমাপনী সম্পত্তি ও দায়, প্রারম্ভিক আয় ও দায়, প্রারম্ভিক সম্পত্তি ও দায় – কোনটি মূলধন তহবিল নির্ণয়ে ব্যবহার করা হয়?
অব্যবসায়ী প্রতিষ্ঠান কোন ধরনের হিসাব পদ্ধতি অনুসরণ করে?
অনুদানের অর্থের পরিমাণ বেশি দেখানো হলে কী হিসাবে দেখানো উত্তম?
ব্যবসায় প্রতিষ্ঠানের অর্জিত মুনাফা কাদের মধ্যে বন্টন করা হয়?
অব্যবসায়ী প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্য কী?
বিগত ও পরবর্তী বছরের আয় ও ব্যয় কোনটিতে দেখানো হয় না?
অব্যবসায়ী প্রতিষ্ঠান কোনটি প্রস্তুত করে না?
বকেয়া খরচ হিসাবকালের কোন জাতীয হিসাব?
অনুদানের অর্থের পরিমাণ কম হলে কী হিসেবে দেখানো উত্তম?
অব্যবসায়ী প্রতিষ্ঠানের বৎসরান্তের আয় কোথায় স্থানান্তর করা হয়?
নগদ ও অনগদ উভয় লেনদেন লিপিবদ্ধ হয় কোথায়?
সেবা ও কল্যাণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় কোন প্রতিষ্ঠান?
মূলধন তহবিল হলো অব্যবসায়ী প্রতিষ্ঠানের একটি –
পুরাতন সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ কোন জাতীয় আয়?
‘অকেজো কাগজ বিক্রয়’ কোথায় লিপিবদ্ধ হয়?
অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রাপ্তি-প্রদান হিসাব ব্যবসায় প্রতিষ্ঠানের কীসের অনুরূপ?
আয়-ব্যয় বিবরণীতে ব্যয়ের দিকে কী লিপিবদ্ধ হবে?
প্রাপ্তি ও পরিশোধ হিসাব কোন ধরনের হিসাব?
আজীবন সভ্যের চাঁদা কয় পদ্ধতিতে হিসাবভুক্ত হয়?
কোন ধরনের লেনদেন আয়-ব্যয় বিবরণীতে লিপিবদ্ধ করা হয়?
যে সকল প্রতিষ্ঠান মুনাফা অর্জনের লক্ষ্যে পণ্যদ্রব্য ও সেবাকর্ম উৎপাদন, বন্টন, বিনিময় কার্যাবলি সম্পাদন করে না তাকে বলা হয় –