আসবাবপত্রের বিক্রয়মূল্য ২০০,০০০ টাকা, পরিবহন খরচ ১০,০০০ টাকা এবং ভ্যাট ৩০,০০০ টাকা। বার্ষিক ১০% হারে ক্রমহ্রাসমান পদ্ধতিতে ৩য় বর্ষে অবচয়ের পরিমাণ কত?

  • ১৯,৪৪০ টাকা

একটি ব্যবসা প্রতিষ্ঠান ৩,২০,০০০ টাকা দিয়ে একটি যন্ত্র ক্রয় করেছে। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ২৫% হারে অবচয় ধার্য করতে হবে। ২ বছর শেষে অবশিষ্ট ক্রয়মূল্য কত হবে?

  • ১,৮০,০০০ টাকা

সুন্দর লি: ০১/০১/২০০৬ তারিখে একটি মেশিন ক্রয় করে এবং ১০% ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় ধার্য করে। ৩১/১২/২০০৯ তারিখে মেশিনের অবচয় ১৪,৫৮০ টাকা ধার্য করা হলে, ক্রয় মূল্য কত?

  • ২,০০,০০০ টাকা

দুই বছর পূর্বে ২০,০০০ টাকায় একটি মেশিন ক্রয় করা হয়, যার আয়ূষ্কাল ধরা হয় ৫ বছর। বর্তমানে মেশিনটি ১৮,০০০ টাকায় বিক্রয় করা গেলে লাভ হবে কত টাকা?

  • ৬,০০০ টাকা

একটি আসবাবপত্রের ক্রয়মূল্য ৩,৫০০ টাকা। অবচয়ের হার বার্ষিক ১০%। পুঞ্জিভূত অবচয়ের পরিমাণ ২,১০০ টাকা হলে, আসবাবপত্রটি ক্রয় করা হয় কবে?

  • ৬ বছর আগে

৪ বছর আগে ২০,০০০ টাকায় একটি কম্পিউটার ক্রয় করা হয়, যার আয়ূষ্কাল ধরা হয়েছিল ৫ বছর। কম্পিউটারটি বর্তমানে ৭ হাজার টাকায় বিক্রয় করা গেল, লাভ বা লোকসান কত টাকা হবে?

  • ৩,০০০ টাকা লাভ

আসবাবপত্রের ক্রয়মূল্য ২,০০,০০০ টাকা, পরিবহন খরচ ১০,০০০ টাকা এবং ভ্যাট ৩০,০০০ টাকা, বার্ষিক ১০% হারে ক্রমহ্রাসমান পদ্ধতিতে ৩য় বর্ষের অবচয়ের পরিমাণ কত?

  • ১৯,৪৪০ টাকা

দুই বছর আগে ৩০,০০০ টাকায় একটি কম্পিউটার কেনা হয়, যার আয়ূষ্কাল ধরা হয় ৫ বছর। বর্তমানে কম্পিউটারটির পুঞ্জিভূত অবচয়ের পরিমাণ ১৮,০০০ টাকা। কম্পিউটারটি কেনা হয়েছিল কবে?

  • ৩ বছর আগে

৪২,০০০ টাকা একটি কলকব্জা ক্রয় করা হল। কলকব্জাটির আনুমানিক আয়ূষ্কাল ৬ বছর। বর্ষ সংখ্যার যোগফল পদ্ধতিতে উক্ত কলকব্জার ৪র্থ বছরে অবচয় কত হবে?

  • ৬,০০০ টাকা

১/১/২০০৮ তারিখে মি. ক ৬,৫০,০০০ টাকায় একটি মেশিন ক্রয় করল। মেশিন স্থাপন খরচ বাবদ ২৫,০০০ টাকা ব্যয় হয়। ২০% অবচয় হিসাব করে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ২০১০ সালে অবচয় কত হবে?

  • ৮৬,৪০০ টাকা

২০,০০০ টাকায় একটি মেশিন ক্রয় করা হল। অনুমান করা হচ্ছে মেশিনের আয়ু ৪ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ৪,০০০ টাকা। স্থির কিস্তি পদ্ধতিতে ৪র্থ বছরে অবচয় কত টাকা?

  • ৪,০০০ টাকা

একটি যন্ত্র ১লা জানুয়ারি ২০০৪ তারিখে ১,০০,০০০ টাকায় ক্রয় করা হয়েছিল যার সংস্থাপন ব্যয় ২০,০০০ টাকা, আয়ূষ্কাল ১০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ১০,০০০ টাকা ধরা হয়েছিল। সরল-রৈখিক পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য ১০,০০০ টাকা ধরা হয়েছিল।

সরল-রৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হলে এবং ২০০৮ সালের ৩১শে ডিসেম্বর তারিখে ঐ যন্ত্রটি ৮০,০০০ হাজার টাকায় বিক্রয় করা হলে লাভ/ক্ষতির পরিমাণ কত হবে?

  • ১৫,০০০ টাকা লাভ

২০০০ সালের ১লা জানুয়ারী তারিখে একটি মেশিন ক্রয় করা হয়, যার মূল্য ৫,০০,০০০ টাকা ও আয়ূষ্কাল ১০ বছর। অবচয় ধার্যের ক্ষেত্রে সরলরৈখিক পদ্ধতি অনুসরণ করা হয়।

২০০৫ সালের ৩০শে জুন তারিখে মেশিনটি ১,৯০,০০০ টাকায় বিক্রয় করা হয়, এ বিক্রয়ের ফলে লাভ/ক্ষতি কত হয়?

  • ৩৫,০০০ টাকা ক্ষতি