একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫ঃ২। যদি পানি অপেক্ষা দুধের পরমাণ ৬ লিটার বেশি হয় তবে পাানির পরিমাণ-
Topic: অনুপাত
বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত নিচের কোনটি?
৯ঃ৭ অনুপাতকে কি বলে?
এপিস্ট্যাটিস এর অনুপাত কত?
দুইটি সংখ্যার অনুপাত ৫ঃ৭ এবং তাদের গ.সা.গু. ৬ হলে, সংখ্যা দুইটির ল.সা.গু. কত?
৯৬ কে ৭ঃ৪ অনুপাতে বর্ধিত করলে নতুন সংখ্যাটি কি হবে?
একটি জিনিস ১২০ টাকায় ক্রয় করে ১৪৪ টাকায় বিক্রি করলে ক্রয়মূল্য ও লাভের অনুপাত কত হবে?
একজন ব্যবসায়ী প্রতি কেজি ৮০ টাকা দরের চা-এর সঙ্গে প্রতি কেজি ১০০ টাকা দরের চা ১ঃ৩ অনুপাতে মিশ্রিত করেন। প্রতি কেজি মিশ্রিত চা এর দর কত হবে?
দুইটি রাশির অনুপাত ৭ঃ৫। উত্তর রাশি ৩০ হলে, পূর্ব রাশি কত?
৫৬ কে ৭ঃ৮ অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা কি হবে?
এক দোকানদার প্রতি ১০০ গ্রাম ১৫ টাকা ও ২০ টাকা দরের দুই ধরনের চা কি অনুপাতে মেশালে মিশ্রিত প্রতি ১০০ গ্রাম চায়ের দাম ১৬ টাকা ৫০ পয়সা হবে?
ক দেড় ঘন্টায় ৫ কিঃমিঃ হাঁটে এবং খ ৫ মিনিটে ২৫০ মিটার হাঁটে। ক ও খ এর গতিবেগের অনুপাত কত?
ক ও খ-এর বেতনের অনুপাত ৭ঃ৫। ক,খ অপেক্ষা ৪০০ টাকা বেশী বেতন পেলে খ-এর বেতন কত?
পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৭ঃ৩। পিতার বয়স ৩৫ বছর হলে, পুত্রের বয়স কত?
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৪ বছর এবং তাদের বয়সের অনুপাত ১০ বছর পূর্বে ছিল ৭ঃ২। ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?
পিতার ২৫ বছর বয়সে পুত্রের জন্ম হয়। পিতার কত বছর বয়সে তার বয়স পুত্রের দ্বিগুণ হবে?
পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। ৫ বছর পর তাদের বয়সের সমষ্টি ৬০ বছর হলে, পিতার বর্তমান বয়স কত?
পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের তিনগুণ। ১০ বৎসর পর তাদের বয়সের সমষ্টি ৭৬ বৎসর হলে, পিতার বর্তমান বয়স কত?
পিতা ও পুত্রের বর্তমান বয়স যথাক্রমে ৬৮ ও ২০ বছর। ৪ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল?
দুই বছর আগে বাবার বয়স পুত্রের বয়সের ১৪ গুণ। যদি ২ বছর পরে বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে ২৬ বছর বেশি হয়, তবে বাবা ও তার পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত হবে?
পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৭ঃ৩। পুত্রের বয়স ২৪ বছর হলে, পিতার বয়স কত?
পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের তিনগুণ। ৫ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?