‘দুর্ঘটনার পর ক্ষতিপূরণ প্রদান করা হয় পূর্বনির্ধারিত মূল্যে, বাজার মূল্যে নয়’ কোন ধরনের অগ্নি বীমাপত্রে?
Topic: অগ্নি বীমা
নির্দিষ্ট কোন সম্পত্তির বীমা নির্দিষ্ট সময়ের জন্য এবং নির্দিষ্ট অর্থে করা হলে এটি কোন ধরনের বীমাপত্র?
কোন ধরনের কারণ ব্যতীত অগ্নিজনিত ক্ষতির পূরণ অসম্ভব?
অগ্নিবীমাপত্র গ্রহণের সময় কোন ধরনের সার্টিফিকেট জমা দিতে হয়?
বীমাপত্রে প্রিমিয়ামের পরিমাণ তুলনামূলক কম কোনটিতে?
কোনটি অগ্নিবীমার অপরিহার্য উপাদন নয়?
আগুন লাগার নিম্নোক্ত কোন কারণে একটি বীমার দাবি মেটানো যাবে না?
অগ্নিবীমা সাধরাণত কত বছরের জন্য করা হয়?
অগ্নি বীমাচুক্তি সম্পাদনের পর মজুদ পন্যের হ্রাস-বৃদ্ধির সাথে প্রিমিয়ামের পরিমাণ যদি বাড়ে বা কমে, তা –
একটি অগ্নি বীমার সাথে সম্পৃক্ত নয়?
অগ্নিবীমা সম্পর্কে বলা হয়েছে বীমা আইনের কত ধারায়?
কোন ধরনের অগ্নিবীমা ব্যবস্থায় মোট প্রিমিয়ামের ৭৫ ভাগ অগ্রিম প্রদান করতে হয়?
কোনটি অগ্নিবীমার সাধারণ উপাদান?
অগ্নিবীমারপত্রের ক্ষেত্রে স্বত্ব নিয়োগের ব্যাপারে কার অনুমোদন অপরিহার্য?
অগ্নিবীমার ক্ষেত্রে যে বীমাপত্রের বেলায় বীমা গ্রহণের পূর্বে বিষয় বস্তুর মূল্যায়ন করা হয় না তাকে কি বলে?
আধুনিক অগ্নিবীমার জনক কে?
“Fire is a good servant but a bad master” বলেছেন কে-
টালী স্টেটে অগ্নিকান্ড সংগঠিত হয় কত সালে?
অগ্নিবীমার সাথৈ সম্পৃক্ত নয় কোনটি-