একটি রাখাল বালক প্রতিদিনের মতো পাহাড়ের উপত্যকায় গ্রামের ভেড়াগুলো চড়িয়ে বেড়াচ্ছিলো। সে ছিলো খুবই দুষ্টু প্রকৃতির। সে ভাবলো আজ গ্রামবাসীর সাথে একটু দুষ্টামি ঠাট্টা করা যাক …
রাখাল বালকটি সে তার আনন্দের জন্য হঠাৎ চিৎকার দিয়ে উঠলো – নেকড়ে! নেকড়ে!! নেকড়ে!!! নেকড়ে ভেড়া গুলোকে তাড়া করছে। বাচাও! বাচাও!! বাচাও!!!
গ্রামের লোকেরা রাখাল বালকটির এর চিৎকার শুনে উত্তেজনার সাথে ভয়ে ছুটে এলো পাহাড়ের উপরে। কিন্তু তারা এসে কোন নেকড়ে দেখতে পেলো না, ভেড়াগুলো তাদের জায়গায় ঠিকভাবেই চলাফেরা করছে। আর রাখাল বালক গ্রামবাসীদের দেখে হাসতে লাগলো।
গ্রাম এর লোকজনেরা এটা দেখে রাখাল বালক এর উপর খুবি রেগে গেলো এবং খুব হতাশ হলো।
গ্রামের লোকজনেরা রাখাল বালক কে সতর্ক করে দিয়ে বললো, যখন কোনো নেকড়েই আসছে না, এভাবে নেকড়ে, নেকড়ে বলে চিৎকার করো না ছেলে। আমরা কতইনা কষ্ট করে তোমাকে বাচাতে এলাম।
Continue reading “নেকড়ে বাঘ ও মিথ্যাবাদী রাখালের পরিণাম – ছোটদের নৈতিক শিক্ষামূলক গল্প”