পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন কত?
Subject: পদার্থবিদ্যা ও রসায়ন বিষয়ক নৈব্যক্তিক প্রশ্ন ও উত্তর
জেট ইঞ্জিন কোন ধরণের ইঞ্জিন?
রঙিন টেলিভিশনে ব্যবহৃত মুখ্য রং কী কী?
শব্দ সবচেয়ে দ্রুতগতিতে চলে ___ এর মধ্য দিয়ে?
শক্তির একক কোনটি?
এয়ার কন্ডিশনিং বলতে বোঝায় ___।
একটি মোটা তারের রোধ একটি চিকন তারের রোধের তুলনায় ___।
গামা রশ্মির চার্জ কোনটি?
রংধনুর জন্যে দরকার ___।
তাপমাত্রার কোন স্কেলে ‘০’ ডিগ্রি সবচেয়ে বেশি ঠান্ডা?
টেলিফোন লাইনের মধ্য দিয়ে কি প্রবাহিত হয়?
টিনের ঘরে বেশি গরম লাগে কেন?
সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কী?
ফ্যান চালালে আমরা ঠান্ডা অনুভব করি, কারণ ফ্যান ___।
ভেজা কাপড় গায়ে দেয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কারণ ___।
বৈদ্যুতিক মটর এমন একটি যন্ত্রকৌশল যা ___।
নবায়নযোগ্য শক্তির উৎসের একটি উদাহরণ হলো ___।
সৌরকোষের বিদ্যুৎ রাতেও ব্যবহার করা সম্ভব যদি এর সঙ্গে থাকে ___।
সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে ___।
রান্না করার হাড়ি পাতিল সাধারণত অ্যালুমিনিয়ামের তৈরি হয়, এর প্রধাণ কারণ ___।
পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখায় কেন?
যে সর্বোচ্চ শ্রুতি সীমার ওপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে ___।