প্রতি ডিগ্রি দ্রাঘিমা ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে কত মিনিট?
Subject: ভুগোল নৈব্যক্তিক প্রশ্ন (কুইজ) ও উত্তর
কানাডাতে কয়টি প্রমাণ সময় রয়েছে?
যুক্তরাজ্যের লন্ডন শহর বাংলাদেশের প্রমাণ সময় হতে কত ঘন্টা পশ্চাৎবর্তী?
যুক্তরাষ্ট্রে কয়টি প্রমাণ সময় রয়েছে?
কোনটি GIS-এর উপাদান নয়?
ঢাকার দ্রাঘিমা ৯০°পূর্ব এবং রিয়াদের দ্রাঘিমা ৪৫°পূর্ব। ঢাকার স্থানীয় সময় দুপুর ২ টা হলে সেই সময় রিয়াদের স্থানীয় সময় কত?
বাংলাদেশের সাধারণত কোন স্কেলটি অনুসরণ করা হয়?
কাগজের মধ্যে চিত্র এঁকে কোনো অঞ্চলের অবস্থা বুঝানো সম্ভব কি ব্যবহার করে?
GIS মানচিত্রের উপযোগিতা কি করে?
ভূচিত্রাবলি মানচিত্রকে ইংরেজিতে কী বলে?
কিসের মাধ্যমে বিভিন্ন মহাদেশ ও মহাসাগর সম্পর্কে জানা যায়?
কোন স্থানে কোন জিনিস/বস্তু আছে তার ওপর ভিত্তি করে কোন ধরনের মানচিত্র তৈরি করা হয়?
জলবায়ুগত মানচিত্রে কোন বিষয়টির প্রাধান্য থাকে?
গ্রিনিচ কত ডিগ্রি দ্রাঘিমারেখায় অবস্থিত?
কত সাল থেকে GIS ব্যাপকভাবে ব্যবহৃত হয়?
মানচিত্রে যদি ১:১০০,০০০ লেখা থাকলে আমরা কী বুঝতে পারি?
সূর্য যখন কোনো একটি স্থানের ঠিক মাথার উপর আসে তখন সেখানে কোণের পরিমাণ কত?
মানচিত্রের স্কেলে ১ সেন্টিমিটার সমান কত?
ভূগোলবিদদের অতি প্রয়োজনীয় উপকরণ কোনটি?
ঢাকা থেকে একটি স্থানের দূরত্ব ৫০°৩০’ পূর্ব দ্রাঘিমা। ঢাকায় যখন ভোর ৬টা তখন সেই স্থানের স্থানীয় সময় কত?
বাংলাদেশের প্রমাণ সময় গ্রিনিচের প্রমাণ সময় থেকে ___।
মানচিত্ররে কার্য বা বৃত্তির ওপর ভিত্তি করে মানচিত্রকে কয়টি ভাগে ভাগ করা হয়?
