মানচিত্রে উচ্চভূমি ও মালভূমিকে বোঝানো হয় কোন রং দিয়ে?
Subject: ভুগোল নৈব্যক্তিক প্রশ্ন (কুইজ) ও উত্তর
মানচিত্র কোনটি সম্পর্কে ধারণা দেয়?
পৃথিবী বা কোনো অঞ্চল সম্বন্ধে সুস্পষ্ট জ্ঞান লাভ করা যায় কোনটির সাহায্যে?
সর্বপ্রথম GIS আবিষ্কৃত হয় কত সালে?
আগের দিনে কিসের উপর মানচিত্র অঙ্কন করা হতো?
পুরো পৃথিবীকে কত ডিগ্রি দ্রাঘিমারেখা দিয়ে ভাগ করা হয়েছে?
একটি মানচিত্রের মধ্যে কোন তথ্যটি থাকবে?
কোন বিষয়গুলো মানচিত্রে উপস্থাপনের জন্য খুবই প্রয়োজন?
দেওয়াল মানচিত্র তৈরি করা হয় সাধারণত কোথায় ব্যবহার করার জন্য?
‘ক’ শহরের দ্রাঘিমা ৭০°৪৫’ পূর্ব এবং ‘খ’ শহরের দ্রাঘিমা ১৫°১৫’ পূর্ব। ‘ক’ শহরের স্থানীয় সময় সকাল ৭টা হলে ‘খ’ শহরের স্থানীয় সময় কত?
প্রতি ডিগ্রি দ্রাঘিমা ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে কত মিনিট?
কানাডাতে কয়টি প্রমাণ সময় রয়েছে?
যুক্তরাজ্যের লন্ডন শহর বাংলাদেশের প্রমাণ সময় হতে কত ঘন্টা পশ্চাৎবর্তী?
যুক্তরাষ্ট্রে কয়টি প্রমাণ সময় রয়েছে?
কোনটি GIS-এর উপাদান নয়?
ঢাকার দ্রাঘিমা ৯০°পূর্ব এবং রিয়াদের দ্রাঘিমা ৪৫°পূর্ব। ঢাকার স্থানীয় সময় দুপুর ২ টা হলে সেই সময় রিয়াদের স্থানীয় সময় কত?
বাংলাদেশের সাধারণত কোন স্কেলটি অনুসরণ করা হয়?
কাগজের মধ্যে চিত্র এঁকে কোনো অঞ্চলের অবস্থা বুঝানো সম্ভব কি ব্যবহার করে?
GIS মানচিত্রের উপযোগিতা কি করে?
ভূচিত্রাবলি মানচিত্রকে ইংরেজিতে কী বলে?
কিসের মাধ্যমে বিভিন্ন মহাদেশ ও মহাসাগর সম্পর্কে জানা যায়?
কোন স্থানে কোন জিনিস/বস্তু আছে তার ওপর ভিত্তি করে কোন ধরনের মানচিত্র তৈরি করা হয়?