ভৌগলিক দিক থেকে পৃথিবীর ভূমিরূপ কয় প্রকার?
Subject: ভুগোল নৈব্যক্তিক প্রশ্ন (কুইজ) ও উত্তর
ভূ-ত্বক মূলক কী দ্বারা গঠিত?
এক বা একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত হয় কোনটি?
গুরুমন্ডলের নিম্নভাগ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত বিস্তৃত স্তরকে কী বলে?
বিস্ফোরক আগ্নেয় শিলা কোনটি?
রাষ্ট্রের সীমা, রাজধানী ও গুরুত্বপূর্ণ শহর কোন মানচিত্রে দেখানো হয়?
সেনাবাহিনীর লোকজন নিজস্ব ব্যবহারের জন্য কোন ধরনের মানচিত্র ব্যবহার করেন?
প্রাকৃতিক কোন উৎস হতে সবচেয়ে বেশী মৃদু পানি পাওয়া যায়?
সুনামির (Tsumami)কারণ কি?
সাবিনা এবং সালমা বগুড়ার মহাস্থানগড়ে ঘুরতে গেল। সেখানে তারা কিছু ঐতিহাসিক জিনিস একটি মানচিত্রে দেখতে পেল। ঐ মানচিত্রে কিছু স্থাপত্য, পূর্বেকার ঐ অঞ্চলের অর্থনৈতিক অবস্থা ও সীমানা দেখতে পেল।
কোনটি সাংস্কৃতিক মানচিত্রের আওতাভূক্ত?
সাবিনা এবং সালমা বগুড়ার মহাস্থানগড়ে ঘুরতে গেল। সেখানে তারা কিছু ঐতিহাসিক জিনিস একটি মানচিত্রে দেখতে পেল। ঐ মানচিত্রে কিছু স্থাপত্য, পূর্বেকার ঐ অঞ্চলের অর্থনৈতিক অবস্থা ও সীমানা দেখতে পেল।
উদ্দীপকে উল্লিখিত সালমা ও সাবিনা কোন ধরনের মানচিত্র দেখতে পেয়েছিল?
১° দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত মিনিট হয়?
Representive Fraction-এর অর্থ কী?
Map বা মানচিত্র কোন শব্দ থেকে এসেছে?
প্রাকৃতিক বিষয়ক মানচিত্রে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য হিসেবে কোনটি দেখানো হয়?
মানচিত্রগুলোকে প্রধানত কত ভাগে ভাগ করা হয়েছে?
প্রতিভূ অনুপাতের সাহায্যে মানচিত্রের দূরত্ব যখন ১ সেন্টিমিটার তখন ভূমির দূরত্ব কত?
টপোগ্রাফিক মানচিত্রে কোনটি দেখানো হয়?
মানচিত্রে জলাশয়কে প্রকাশ করার জন্য কোন ধরনের রং দেওয়া হয়?
৩৬০° দ্রাঘিমা সমান কত মিনিট?
যুক্তরাজ্য বাংলাদেশের কোন দিকে অবস্থিত?
যেকোনো ভাষায় একটি মানচিত্র পাঠ করতে হলে নানা ধরনের কী ব্যবহার করতে হয়?