ভিক্টোরিয়া হ্রদ কোথায়?
Subject: ভুগোল নৈব্যক্তিক প্রশ্ন (কুইজ) ও উত্তর
মহীসোপানের সমুদ্রের পানির সর্বোচ্চ গভীরতা কত মিটার?
কোন সমুদ্রস্রোতের অনুকুলে পৃথিবীর মধ্যে সর্বাধিক জাহাজ যাতায়াত করে?
ব্রিটিশ দ্বীপপুঞ্জের পশ্চিম উপকূলে প্রচুর বৃষ্টিপাত হয় কোন স্রোতের প্রভাবে?
বায়ুমন্ডল বিভিন্ন গ্যাস এবং অসংখ্য ধূলিকণার সংমিশ্রণে গঠিত।
বিভিন্ন উপাদান শতকরা হার
নাইট্রোজেন ৭৮.০২
অক্সিজেন ২০.৭১
জলীয় বাষ্প ০.৪১
ধূলিকণা ও উদ্ভিদকণা ০.০১
বায়ুমন্ডলে কোন উপাদানগুলো সবচেয়ে কম রয়েছে?
বায়ুমন্ডল বিভিন্ন গ্যাস এবং অসংখ্য ধূলিকণার সংমিশ্রণে গঠিত।
বিভিন্ন উপাদান শতকরা হার
নাইট্রোজেন ৭৮.০২
অক্সিজেন ২০.৭১
জলীয় বাষ্প ০.৪১
ধূলিকণা ও উদ্ভিদকণা ০.০১
বায়ুমন্ডলের বিভিন্ন উপাদানের মধ্যে কোন উপাদানটির পরিমাণ দ্বিতীয়?
বায়ুর জলীয় বাষ্প ধারণ করাকে কী বলে?
কী কারণে বায়ুমন্ডল ভূপৃষ্ঠের চারদিকে জড়িয়ে থেকে অনবরত আবর্তন করছে?
বায়ুমন্ডলের কত ভাগ উপাদান ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩০ কিমি. এর মধ্যে সীমাবদ্ধ?
কোনটি বারিপাত নয়?
ট্রপোবিরতী পর উপরের দিকে প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত কী নামে পরিচিত?
বায়ুমন্ডল না থাকলে পৃথিবীর উপরিভাগ কী হতো?
বায়ুমন্ডলের কোন স্তরটি বিসমমন্ডলের অন্তর্ভুক্ত নয়?
কোনটি ট্রপোমন্ডলের বৈশিষ্ট্য?
যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে কী বলে?
চৌম্বকমন্ডল স্তরে বায়ুমন্ডলকে বেষ্টন করে কোনটি চৌম্বকীয় ক্ষেত্রের সৃষ্টি করে?
স্টাটোমন্ডলের বায়ুতে কী থাকে না?
কোন সময় মৌসুমি বায়ু বেশি প্রবাহিত হয়?
যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি তাকে কী বলে?
হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাস কোন স্তরে দেখা যায়?
বায়ুমন্ডলের নিচের দিক থেকে উপরের দিকে দ্বিতীয় স্তরের নাম কী?
কোন পদ্ধতিতে পানি বাষ্পাকারে উপরে ওঠে?
