বেনথাম হুকার কর্তৃক প্রকাশিত বইয়ের নাম কি?
Subject: উদ্ভিদবিজ্ঞান বিষয়ক নৈব্যক্তিক প্রশ্ন ও উত্তর
বিযুক্ত দল বিশিষ্ট দ্বিবীজপত্রী উদ্ভিদকে কি বলা হয়?
যে সকল উদ্ভিদ কাষ্ঠল, বহুবর্ষজীবী, সাধারণত একক কান্ড বিহীন এবং গোড়া হতে অধিক শাখা প্রশাখা বিস্তার পূর্বক ঝোপে পরিণথ হয়, তাকে কি বলে?
মুক্ত দল বিশিষ্ট দ্বিবীজপত্রী উদ্ভিদকে কি বলা হয়?
ICBN স্বীকৃত একটি উদ্ভিদ গোত্র এর নামের সমাপ্তি কোনটি?
নরম কাষ্ঠ বিশিষ্ট উদ্ভিদকে কি বলা হয়?
ফুলের পাপড়ি মুক্ত অবস্থায় থাকে কোন উদ্ভিদে?
কোনটি মূলহীন উদ্ভিদ?
উদ্ভিদের প্রাকৃতিক শ্রেণীবিন্যাসের প্রস্তাবক কে?
পৃথিবীতে উদ্ভিদ প্রজাতির সংখ্যা কত?
ভিন্ন ভিন্ন প্রজাতির উপস্থিতিকে বলা হয় ___।
সৃষ্টির আদিকালে কোন প্রকৃতির উদ্ভিদ ছিল?
উদ্ভিদরাজিকে জানার সহজ উপায় কোনটি?
ICBN স্বীকৃত একক কয়টি?
উদ্ভিদের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে বিভাগের শেষে কোনটি যুক্ত হয়?
উদয়পদ্ম-এর বৈজ্ঞানিক নাম কি?
ICBN স্বীকৃত শ্রেণীবিন্যাসের ধাপসমূহ বড় থেকে ছোট ক্রমধারায় কোনটি?
উদ্ভিদ শ্রেণীবিন্যাসে বর্গ এর শেষে কোনটি যুক্ত করতে হয়?
কত বছর পর পর IBC-এর সভা অনুষ্ঠিত হয়?
উদ্ভিদ নামকরণের জন্য নীতি নির্ধারণী আন্তর্জাতিক দলিল কোনটি?
ICBN অনুযায়ী দ্বিপদ নামকরণের ক্ষেত্রে প্রজাতির নাম হবে ___।
সুপার কিংডমঃ প্রোক্যারিওটা ও ইউক্যারিওটা, কিংডমঃ মনেরা, প্রোটকটিস্টা, ফানজাই, প্লান্টি, আনিমালিয়া। এ শ্রেণীবিন্যাসটির প্রবর্তক কে?