যে সকল লেনদেন দ্বারা নগদে প্রদান ঘটে সেই সকল লেনদেনগুলো লিপিবদ্ধ হয়-
Subject: হিসাবরক্ষণ নৈব্যক্তিক প্রশ্ন ও উত্তর
লেনদেনের প্রভাবকে কয়ভাগে ভাগ করা যায়?
লুকা প্যাসিওলি কত সালে দুতরফা দাখিলা পদ্ধতি ব্যাখ্যা করেন?
কাবরারি লেনদেনে যে পক্ষ সুবিধা পায় তাকে কী বলে?
হিসাবরক্ষণের ধারাবাহিক প্রক্রিয়াকে হিসাবচক্র বলে, কারণ-
দেনাদারের ওপর ১০% অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখা হলো। এ লেনদেন কোন বইতে লিখতে হবে?
মোট সম্পত্তি ১৬,৫০,০০০ টাকা ও মোট বহির্দায় ৫০,৮০০ টাকা। বিনিয়োজিত মূলধনের পরিমাণ কত?
মফিজ লি. – এর চলতি দায় ১৬,০০০ টাকা, চলতি অনুপাত ৫ : ১, উক্ত কোম্পানির চলতি সম্পত্তি কত?
সুষ্ঠুভাবে ব্যবসায় পরিচালনার জন্যে উদ্যোক্তাকে কোনটি প্রস্তুত করতে হয়?
তানিয়া ও সুমনা দুজন অংশীদার। সুমনা ব্যবসায় হতে প্রতি মাসে ৮০০ টাকা বেতন পায়। এই বেতন সে প্রতি মাসে নগদ উত্তোলন করে। বেতন হিসাব ডেবিট করার পর ব্যবসায়ের লাভ ১৩,০০০ টাকা হলে, সুমনার বেতন কোন হিসাবে যাবে?
খতিয়ানে হিসাব স্থানান্তরের সময় যদি একটি হিসাবের পরিবর্তে অন্য হিসাবের সঠিক টাকা সঠিক দিকে লেখা হয় তখন কী ধরনের ভুল হয়?
তিনজন ব্যক্তি একটি ব্যবসায়ে মালিকানা গঠন করে, যা চুক্তিবদ্ধ। কিছু দিন পর একজন অংশীদার মারা গেল। বাকি দুজন অংশীদার ব্যবসায়ে কী করতে পারবেন?
‘Finished goods’ অর্থ কী?
ক্রয়কৃত পণ্যের মূল্যের সাথে কোন খরচ যোগ করা হয়?
কোম্পানিকে কিসের বাজেট প্রস্তুত করতে হয়?
কোন উদ্দেশ্যে উৎপাদিত পণ্যের মূল্য নির্ধারণ অত্যন্ত জরুরি?
ক্রয়কৃত পণ্য বা উৎপাদিত পণ্যের মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করলে কী পাওয়া যায়?
প্রতি ইউনিটের উৎপাদন ব্যয় ২৫ টাকা এবং কোম্পানি যদি বিক্রয়মূল্যের ওপর ২০% মুনাফা আশা করে তাহলে প্রতি ইউনিটের বিক্রয়মূল্য কত হবে?
ক্রয়কৃত পণ্যের মূল্যের সাথে সরসারি জড়িত খরচসমূহ যোগ করে কী পাওয়া যায়?
পণ্য বা সেবা উৎপাদন বা সৃষ্টির ক্ষেত্রে যে মূল্য প্রদান বা খরচ করা হয় তাকে কী বলে?
কোম্পানির বিলোপসাধনের সময় বিনিয়োগ ফেরত পাওয়ার নিশ্চয়তা থাকে না কাদের?
কোম্পানির মূলধনের পরিমাণ ও শেয়ার সংখ্যা কোন দলিলে উল্লেখ থাকে?