যে কোনো প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
Subject: হিসাবরক্ষণ নৈব্যক্তিক প্রশ্ন ও উত্তর
পাওনাদারকে টাকা পরিশোধের সময় যে টাকা ছাড় পাওয়া যায় তাকে কী বলে?
কন্ট্রা এন্ট্রির অপর নাম কী?
ব্যাংক হিসাব ডেবিট দিকের যোগফল ৭৩,০০০ টাকা হলে এবং ক্রেডিট দিকের যোগফল ৯০,৫০০ টাকা হলে, ব্যাংক জমার উদ্বৃত্ত বা ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ কত টাকা?
লেনদেনে নগদ অর্থ প্রদান করা হলে কোথায় লিপিবদ্ধ করা হয়?
কীসের ভিত্তিতে নগদ আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে?
নগদ প্রাপ্তি ও প্রদান জাবেদায় কোন তারিখটি লিখতে হয়?
নগদ প্রবাহ বিবরণী তৈরির জন্য বিশদ আয় বিবরণীর দফাগুলোকে কী হিসেবে বিবেচনা করা হয়?
হিসাবচক্রের কোন ধাপে হিসাবসমূহের নির্ভুলতা যাচাই করা হয়?
অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের তুলনায় ব্যয়ের আধিক্যকে কী বলে?
আধুনিক হিসাব সমীকরণের মূল উপাদানগুলো হচ্ছে –
অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠানের অপর নাম কী?
অব্যবসায়ী প্রতিষ্ঠানকে কয় ভাগে ভাগ করা যায়?
সদস্যদের সেবা এবং জনকল্যাণমূলক কাজে লিপ্ত প্রতিষ্ঠানকে কী বলে?
অব্যবসায়ী প্রতিষ্ঠানে কখন অতিরিক্ত অর্থসংস্থানের প্রয়োজন পড়ে?
আপ্যায়ন খরচ/ভর্তি ফি/চাঁদা/অনুদান – কোনটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্যয়ের উৎস?
অনুদান অব্যবসায়ী প্রতিষ্ঠানের কী?
নগদ উত্তোলনের ফলে কোনটি হ্রাস পায়?
প্রতিটি লেনদেন কী উৎপাদন করে?
দুতরফা দাখিলা ব্যবস্থায় সুবিধা প্রদানকারীকে কী বলা হয়?
খতিয়ান বই তৈরি করার সময় কোনটি উল্লেখ করতে হয়?
মিসেস আনোয়ারা হোসেন একজন ব্যবসায়ী। তিনি প্রতিষ্ঠানে সংঘটিত সকল লেনদেন স্থায়ীভাবে লিপিবদ্ধ করেন। যেকোনো সিদ্ধান্ত গ্রহণে তিনি সকল লিপিবদ্ধকৃত লেনদেনের ফলাফল পর্য্যবেক্ষণ করেন। তার প্রতিষ্ঠানে ২০১৪ সালের জানুয়ারি মাসে সংঘটিত লেনদেনগুলো নিম্নরূপ :
- জানু. ১, মূলধনের উদ্বৃত্ত ১০,০০০ টাকা।
- জানু, ৪, বাকিতে ক্রয় ১৫,০০০ টাকা।
- জানু, ২০, অতিরিক্ত মূলধন আনয়ন ৫,০০০ টাকা।
জানু, ৪ তারিখের লেনদেনের সাথে জড়িত হিসাবগুলো কোন জের প্রকাশ করে?