আয় কম এবং ব্যয় বেশি ধরা কোনটির মূল কথা?
Subject: হিসাবরক্ষণ নৈব্যক্তিক প্রশ্ন ও উত্তর
কোন নীতি অনুসারে শিল্পখাতে বিশেষ হিসাব অনুমোদন করা হয়?
কীভাবে হিসাববিজ্ঞানের নীতিমালা নির্ধারিত হয়?
বছর শেষে বন্ধ করে দিতে হয় অস্থায়ী হিসাবসমূহকে কোনটি অনুযায়ী?
FASB-এর মতে হিসাব সংক্রান্ত ধারণাকে কী বলা হয়?
IAS এর বর্তমান নাম কী?
হিসাববিজ্ঞানের কোন নীতি অনুযায়ী স্থায়ী সম্পদ লিপিবদ্ধ করা হয়?
IASC এর পূর্ণ রূপ কোনটি?
রেওয়ামিলে ডেবিট ও ক্রেডিটের পার্থক্যকে কী বলে?
যখন একটা ভুল আরেকটা ভুলের দ্বারা সংশোধিত হয়ে যায় তখন ওই ভুলকে কী বলে?
ব্যবসায় ও মালিককে একই স্বত্বা হিসাবে গণ্য কোনটির সাথে অসামঞ্জস্য?
আধুনিক হিসাববিজ্ঞান পদ্ধতির তিনটি ‘C’ কী কী?
কোন নীতির আলোকে আয়ব্যয়কে মূলধন ও মুনাফাজাতীয় শ্রেণিতে বিভক্ত করা হয়?
রেওয়ামিল তৈরির সময় কখন সমাপনী মজুদ পণ্য হিসাবভুক্ত করতে হয়?
কোন দফাটি রেওয়ামিলের অন্তর্ভুক্ত নয়?
সমাপনী মজুদ পণ্য কখন গণনা করা হয়?
একটি হিসাবের জের ১২০ টাকা যা রেওয়ামিলের ভুল পার্শ্বে বসানো হয়েছে। অন্যান্য সবকিছু সঠিক হলে রেওয়ামিলের দুই পার্শ্বের পার্থক্য কত হবে?
‘অগ্রিম শিক্ষানবিস প্রিমিয়াম’ রেওয়ামিলে কোন কলামে বসে?
রেওয়ামিল হিসাবচক্রের কততম ধাপ?
প্রারম্ভিক মজুদ পণ্য ১০,০০০ টাকা, ক্রয় ৫০,০০০ টাকা, সমাপনী মজুদ পণ্য ২,০০০ টাকা। সমন্বিত ক্রয় কত?
রেওয়ামিলের ডেবিট দিকে দেখানো হয় কোনগুলো?
হিসাবচক্রে রেওয়ামিল প্রস্তুতকরণকে কী বলা হয়?