গলাব্যথা উসর্গটি কোনটির অভাবে দেখা যায়?
Subject: হিসাবরক্ষণ নৈব্যক্তিক প্রশ্ন ও উত্তর
জাবেদাতে লেনদেন কী অনুসারে লিপিবদ্ধ করা হয়?
আর্থিক বিবরণীর খসড়া স্বরূপ ব্যবহার করা হয়-
দুতরফা দাখিলা পদ্ধতিতে লেনদেনগুলো প্রথমে লিপিবদ্ধ করা হয়-
পারিবারিক বাজেট তৈরি ও বাস্তবায়ন সম্ভব হবে কখন?
বই প্রকাশনী প্রতিষ্ঠানে কোনটি প্রত্যক্ষ কাঁচামাল?
আর্থিক বিবরণী প্রস্তুত সহজতর করার উদ্দেশ্য ঐচ্ছিক কাজ হিসাবে বহুঘর বিশিষ্ট যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে কী বলে?
কোনটি ক্রয় জাবেদায় লিপিবদ্ধ হয়?
খতিয়ানে প্রতিটি হিসাবের কী নির্ণীত হয়?
কোন পদ্ধতিতে হিসাব রাখলে রেওয়ামিলের দ্বারা গাণিতিক শুদ্ধতা পরীক্ষা করা যায়?
পূর্ববর্তী ও পরবর্তী বছরের মধ্যে হিসাবের ধারাবাহিকতা রক্ষা করা হয় কীসের মাধ্যমে?
হিসাবের ধারাবাহিকতা রক্ষার মাধ্যম কোনটি?
ঐচ্ছিক কাজ হিসেবে বহুঘর বিশিষ্ট একটি বিবরণী প্রস্তুত করা হয়। হিসাবচক্রের কোন ধাপে এটি করা হয়?
অর্থ সম্পর্কিত ঘটনা কীরূপ?
দু’তরফা দাখিলা পদ্ধতিতে দেনাদারের নিকট কোন ধরনের টাকার পরিমাণ জানা যায়?
সম্পদের সাথে দায়ের সম্পর্ক-
সম্পত্তি ও দায়ের প্রকৃত খতিয়ান উদ্বৃত্ত নিয়ে আর্থিক অবস্থার বিবরণী প্রণয়ন করে — প্রকাশ করা হয়।
১-১-২০১২ তারিখে যন্ত্রপাতি হিসাবের উদ্বৃত্ত ২০,০০০ টাকা। ১-৭-২০১২ তারিখে ২,০০০ টাকার যন্ত্রপাতি বিক্রয় করা হলো। অবচয়ের হার ১০%। বৈষয়িক বিবরণীতে যন্ত্রপাতির সমাপনী উদ্বৃত্ত বাবদ কত টাকা প্রদর্শিত হবে?
একতরফা দাখিলা পদ্ধতির বিকল্প নাম কোনটি?
নিট মুনাফা নির্ণয়ের সূত্র কোনটি?
মুনাফা অর্জনে সহায়তা করে
মূলধনজাতীয় লাভ থেকে সৃষ্টি হয় –