রাশেদা এন্ড সন্স এর হিসাবরক্ষক দ্বারা তৈরিকৃত রেওয়ামিলে মাল ক্রয় ৫০,০০০ টাকার স্থলে ৪৫,০০০ টাকা এবং মাল বিক্রয়ের ক্ষেত্রে ৩৫,০০০ টাকার স্থলে ৩০,০০০ টাকা লিপিবদ্ধ করায় ভুল থাকা সত্ত্বেও রেওয়ামিল মিলে গেল।
রাশেদা এন্ড সন্স – এর ভুলের পরিমাণ কত?
রাশেদা এন্ড সন্স এর হিসাবরক্ষক দ্বারা তৈরিকৃত রেওয়ামিলে মাল ক্রয় ৫০,০০০ টাকার স্থলে ৪৫,০০০ টাকা এবং মাল বিক্রয়ের ক্ষেত্রে ৩৫,০০০ টাকার স্থলে ৩০,০০০ টাকা লিপিবদ্ধ করায় ভুল থাকা সত্ত্বেও রেওয়ামিল মিলে গেল।
রাশেদা এন্ড সন্স – এর ভুলের পরিমাণ কত?
মিমি এন্ড কোং – এর প্রারম্ভিক ব্যাংক ব্যালেন্স ছিল ১,০০,০০০ টাকা। বছরের শেষ দিনে রেওয়ামিল তৈরি করার সময় উক্ত টাকা কোন দিকে বসবে?
ফরিদ এন্ড কোং ১০% হারে ৫০,০০০ টাকা বিনিয়োগ করেন। বিনিয়োগ হতে প্রাপ্ত সুদ রেওয়ামিলের কোন দিকে বসবে?
রবি এন্ড ব্রাদার্স একটি ব্যবসায় প্রতিষ্ঠান। প্রতিষ্টানটি ১০% হারে মাহবুবকে ঋণ প্রদান করে ১,০০,০০০ টাকা। বছর শেষে হিসাবরক্ষক রেওয়ামিল তৈরি করেন।
‘মাহবুবকে প্রদত্ত ঋণের সুদ’ রেওয়ামিলে কীভাবে দেখানো হবে?
রেওয়ামিলের ডেবিট দিকে ১০,০০০ টাকা এবং ক্রেডিট দিকে ৯,৬০০ টাকা থাকলে অনিশ্চিত হিসাব কত হবে?
বাদ পড়ার ভূল/ লিখার ভূল/বেদালিখার ভূল/নীতিগত ভুল – কোনটি করণিক ভূল নয়?
হুকুম চেক/ বাহক চেক/বিশেষ চেক/দাগকাটা চেক – কোনটি সবচেয়ে অনিরাপদ চেক?
বিক্রয়কৃত পণ্যের মূল্য তাড়াতাড়ি আদায় করার জন্য বিক্রেতা দেনাদারকে কিছু টাকা ছাড় দেয়। এ ছাড়কৃত অর্থকে কী বলে?
মুনাফাজাতীয় লেনদেনের ক্ষেত্রে-
i. স্বল্পমেয়াদি সুবিধা পাওয়া যায়
ii. টাকার অঙ্ক অপেক্ষাকৃত বড় হয়
iii. নিয়মিত সংঘটিত হয়
নিচের কোনটি সঠিক?
সুদ প্রাপ্তি /কমিশন প্রাপ্তি/অবহারে শেয়ার ইস্যু /বাট্টা – কোনটি অনগদ লেনদেন?
প্রাঙ্গণরক্ষকের মজুরি, লকার ভাড়া, চাঁদা, হলরুম ভাড়া – কোনটি মুনাফাজাতীয় খরচ?