একঘরা নগদান বইতে কী ধরনের উদ্বৃত্ত হয়?
Subject: হিসাবরক্ষণ নৈব্যক্তিক প্রশ্ন ও উত্তর
ব্যাংকের অন্যতম কার্যাবলি হচ্ছে –
নগদান বইয়ের ব্যাংক ঘরের ডেবিট উদ্বৃত্ত কোনটির সমার্থক?
অনেক সময় মিলকরণ বিবরণীকে সহজতর করার জন্য নগদান বইয়ের ব্যাংক কলাম সংশোধন করা হয়। একে বলে –
ব্যবসায়ের কোনো পণ্য চুরি বা নষ্ট হয়ে গেলে ডেবিট হবে –
ক্রয় ও পাওনাদার/ক্রয় ও দেনাদার/ক্রয় ও বিক্রয়/দেনাদার ও পাওনাদার কোনটি থেকে সহকারী খতিয়ান প্রস্তুত করা হয়?
ব্যাংকে নগদ জমা ব্যাংক বিবরণীতে কোথায় লেখা হয়?
কিসের উপর ভিত্তি করে খতিয়ান লেখা হয়?
ক্রেডিট ব্যালেন্স সাধারণত নির্দেশ করে –
কোন বইকে হিসাব বইয়ের রাজা বলা হয়?
আদায়কৃত ভ্যাট হতে প্রদত্ত ভ্যাটের পার্থক্যকে কী বলে?
ভবিষ্যতে লেনদেন সম্পর্কিত যেকোনো তথ্য পাওয়া যায় –
দাগকাটা চেকের মাধ্যমে শেয়ারের লভ্যাংশ আদায় হলে ক্রেডিট হবে কোন হিসাব?
ক্রেডিট নোট ইস্যু করলে অন্তর্ভুক্ত হবে –
যখন একটা ভুল আরেকটা ভুলের দ্বারা সংশোধিত হয়ে যায় তখন সেই ভুলকে কী বলে?
চেক বই/জমা বই/ব্যাংক বিবরণী/ব্যাংক সমন্বয় বিবরণী কোনটি ব্যাংক হিসাবের প্রতিলিপি?
আমানতকারী ব্যাংকে টাকা জমা দিলে ব্যাংক উত্তোলন করলে ব্যাংক আমানতকারীর হিসাব কী করে?
ইস্যুকৃত চেক সময়মতো ব্যাংকে উপস্থাপন না করা হলে নগদান বই ও ব্যাংক বিবরণীর মধ্যে –
পাস বই বা ব্যাংক বিবরণীর ডেবিট ঋদ্বৃত্ত দ্বারা বোঝায়-
ব্যবসায়ের সব ধরনের হিসাবের জন্য যে খতিয়ান রাখা হয় সেটা হলো –
ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করা হয় হিসাব বিজ্ঞানের কোন নীতির কারণে?
নগদ সমতুল্য হচ্ছে –