প্রাপ্ত কমিশন/বাড়ি ভাড়া আয়/পণ্য বিক্রয়/প্রাপ্ত বাট্টা কোনটি পণ্য ক্রয় বিক্রয়কারি প্রতিষ্ঠানে মূল পরিচালন আয়?
Subject: হিসাবরক্ষণ নৈব্যক্তিক প্রশ্ন ও উত্তর
আয় বিবরণী/নগদ প্রবাহ বিবরণী/আর্থিক অবস্থার বিবরণী/রেওয়ামিল কোনটি আর্থিক বিবরণীর বহির্ভুত?
‘মালিক ব্যক্তিগত ব্যবহারের জন্য ৪০,০০০ টাকার পণ্য ব্যবসায় থেকে নিয়েছেন’ এটি কী হিসেবে বিবেচিত হবে?
ব্যবসায়ের বিশ্লেষণ/সংগঠন বিশ্লেষণ/আর্থিক বিশ্লেষণ/হিসাব বিশ্লেষণ আর্থিক বিবরণীর তথ্য থেকে কোনটি করা হয়?
আর্থিক অবস্থার বিবরণীতে উপস্থাপিত তিন ধরনের গুরুত্বপূর্ণ তথ্যাবলি হচ্ছে –
ব্যবসায়ের নিট আয়বা লাভ জানা যায় কোন বিবরণী প্রস্তুতের মাধ্যমে?
আর্থিক অবস্থার বিবরণী –
একতরফা দাখিলা পদ্ধতিতে কোন ধরনের হিসাব রাখা হয়?
লাভ-ক্ষতি বিবরণীর বাম দিকের সমষ্টি ডান দিকের সমষ্টির চেয়ে বেশি হলে পার্থক্যকে বলে –
একতরফা দাখিলা পদ্ধতিতে প্রারম্ভিক মূলধন বসে –
মালিক প্রত্যেক মাসের শেষে ১,০০০ টাকা করে উত্তোলন করেন এবং উত্তোলনের ওপর ১০% সুদ ধার্য করা হলে, উত্তোলনের সুদ কত হবে?
একতরফা দাখিলা হিসাব পদ্ধতিতে লাভ-ক্ষতি নির্ণয় করা হয় –
একতরফা দাখিলা পদ্ধতিতে কিভাবে ব্যবসায়ের লাভ-লোকসান নির্ণয় করা হয়?
একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাবকালের শেষ তারিখে আর্থিক অবস্থা নিরূপণের জন্য কোন বিবরণী তৈরি করতে হয়?
একতরফা দাখিলা পদ্ধতিতে কোন হিসাব রাখা হয় না?
একতরফা দাখিলা পদ্ধতি হতে দু’তরফা দাখিলা পদ্ধতিতে রূপান্তরের সময় ধারে বিক্রয় বের করার জন্য কোন হিসাব প্রস্তুত করতে হয়?
গোপনীয়তা রক্ষা/সঠিক সিদ্ধান্ত গ্রহণ/সঠিক আর্থিক অবস্থা নির্ণয়/প্রকৃত লাভ-ক্ষতি নির্ণয় একতরফা দাখিলা পদ্ধতিতে কোনটি সম্ভব?
একতরফায় লাভ-লোকসান নির্ণয় করা হয় –
উদ্বর্তপত্র/লাভ-লোকসান হিসাব/লাভ-লোকসান বিবরণী/নগদ প্রবাহ বিবরণী কোনটি তৈরি করার পূর্বেই মূলধন নির্ণয়ের উদ্দেশ্যে বৈষয়িক বিবৃতি প্রস্তুত করা হয়?
কোন ধরনের প্রতিষ্ঠান একতরফা দাখিলা পদ্ধতি অণুসরণ করে?
জনাব লতিফের প্রারম্বিক প্রাপ্য বিল ৫,০০০ টাকা, সমাপনী প্রাপ্য বিল ১০,০০০ টাকা, প্রাপ্য বিল আদায় ৮,০০০ টাকা। জানাব লতিফের স্বীকৃতি প্রাপ্ত বিলের পরিমান কত?
সম্পত্তি, দায় এবং মূলধনের মধ্যকার সম্পর্ক প্রকাশ করা হয় –