মি. রফিক ৫ বছর পূর্বে ৩,০০,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করেন এবং প্রতি বছরে ১৫% অবচয় ধার্য করেন। চলতি বছরে আসবাবপত্রটি ৭০,০০০ টাকায় বিক্রয় করলে মি. রফিক-এর মূলধন জাতীয় লাভ বা ক্ষতি কত?
Subject: হিসাবরক্ষণ নৈব্যক্তিক প্রশ্ন ও উত্তর
কার্যপত্রের ধাপ কয়টি?
মূলধন কার্যপত্রের কোথায় দেখানো হয়?
হিসাবরক্ষণের নাম/প্রতিটি ঘরের শিরোনাম/প্রস্তুতের তারিখ/প্রতিষ্ঠানের নাম কার্যপত্র প্রস্তুত করতে সর্বপ্রথম কোনটি লিখতে হয়?
রেওয়ামিলে অগ্রিম প্রদত্ত খরচ থাকলে কার্যপত্রে তা কীভাবে হিসাবভুক্ত হবে?
মূলধন জাতীয় আয়গুলোকে আর্থিক বিবরণীতে কীভাবে দেখানো হয়?
আয়-ব্যয় – এর শ্রেণিবিভাগ দ্বারা বোঝায় –
হিসাবনিকাশের কোন ভিত্তি অনুযায়ী নগদ অর্থের আদান প্রদান হলেই লেনদেন হিসেবে লিপিবদ্ধ করা হবে?
উত্তোলনকে হিসাবকাল শেষে বন্ধ করার জন্য সমাপনী দাখিলা কোনটি হবে?
যে খরচের ফলাফল সংশ্লিষ্ট হিসাব বছরে শেষ হয়ে যায় তাকে বলে –
বাজারে নতুন পণ্য চালু করার বিজ্ঞাপন খরচ –
বিপরীত দাখিলা কেন দেওয়া হয়?
স্থায়ী সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ একটি –
‘অনাদায়ী পাওনা’ আর্থিক অবস্থার বিবরণীতে বাদ দিতে হয় –
বিজ্ঞাপনের ৫০% বিলম্বিত কর এ সমন্বয়ের জন্য ডেবিট হবে –
সমন্বয়/আর্থিক অবস্থার বিবরণী/বিশদ আয় বিবরণী/সমন্বিত রেওয়ামিল কোনটি কার্যপত্রের সর্বশেষ ধাপ?
যে বছরের ব্যয় সে বছরের আয়ের সাথে সমন্বয় করে ব্যবসায়ের মুনাফা নির্ণয় করতে হয় কোন নীতি অনুযায়ী?
৩১শে জুলাই ২০১২ তারিখে ইস্যুকৃত ৪ মাস মেয়অদি একটি বিলের দেয় তারিখ কত হবে?
অনাদায়ী পাওনা কী?
প্রদেয় বাট্টার জন্য যে সঞ্চিতি সৃষ্টি করা হয় তাকে বলে –
প্রতিষ্ঠান ধারে পণ্য বিক্রয় করে কেন?
কার্যপত্র হিসাবচক্রের কোন ধরনের ধাপ?