বিনিয়োগ কার্যকলাপ হতে আগত নগদ, প্রাপ্তি ও প্রদান কার্যকলাপ হতে আগত নগদ, পরিচালন কার্যকলাপ হতে আগত নগদ, অর্থায়ন কার্যকলাপ হতে আগত নগদ – কোনটি ব্যবসায়ের প্রধান নগদ উৎপন্ন ক্ষমতার নির্দেশক?

  • পরিচালন কার্যকলাপ হতে আগত নগদ

জনাব সাইদুর রহমান ১,০০০ টি পণ্য প্রতিটি ২০ টাকা দরে বিক্রয় করলেন। তিনি ৫% কারবারি বাট্টা দিলেন এক্ষেত্রে চালান বহিতে মোট কত টাকা লিপিবদ্ধ হবে?

  • ১৯,০০০ টাকা

ব্যাংক জমা ২০,০০০ টাকা, সমাপনী মজুদ ৩৬,০০০ টাকা, ক্রয় ১,৩৬,০০০ টাকা, বিক্রয় ২,৮৮,০০০ টাকা। মজুরি ও বেতন ২৭,৫০০ টাকা, আসবাবপত্র ৮৬,০০০ টাকা, মূলধন ১,৯০,০০০ টাকা হলে রেওয়ামিলের ডেবিট দিকে কত টাকা বসবে?

  • ২,৬৯,৫০০ টাকা

মীম এন্টারপ্রাইজ অফিসে ব্যবহারের জন্য ৫,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করে তা ভুলবশত ক্রয় হিসাবে লিপিবদ্ধ করে।

উক্ত ভুলের সংশোধনী জাবেদা দাখিলা কোনটি?

  • আসবাবপত্র হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট

অনাদায়ী পাওনা সঞ্চিতি ১,০০০ টাকা দ্বারা কমাতে হবে। বছরের শুরুর তারিখের অনাদায়ী পাওনা সঞ্চিতি ৫,০০০ টাকা হলে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত হবে?

  • ৪,০০০ টাকা

মীম এন্টারপ্রাইজ অফিসে ব্যবহারের জন্য ৫,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করে তা ভুলবশত ক্রয় হিসাবে লিপিবদ্ধ করে।
উদ্দীপকে কোন ধরনের ভূল সংঘটিত হয়েছে?

  • নীতিগত