Subject: হিসাবরক্ষণ নৈব্যক্তিক প্রশ্ন ও উত্তর
নগদান বইয়ের, জাবেদার, খতিয়ানের, বিশদ আয় বিবরণীর – কোন হিসাবের জের টানা হয় না?
বিনিয়োগ কার্যকলাপ হতে আগত নগদ, প্রাপ্তি ও প্রদান কার্যকলাপ হতে আগত নগদ, পরিচালন কার্যকলাপ হতে আগত নগদ, অর্থায়ন কার্যকলাপ হতে আগত নগদ – কোনটি ব্যবসায়ের প্রধান নগদ উৎপন্ন ক্ষমতার নির্দেশক?
জনাব সাইদুর রহমান ১,০০০ টি পণ্য প্রতিটি ২০ টাকা দরে বিক্রয় করলেন। তিনি ৫% কারবারি বাট্টা দিলেন এক্ষেত্রে চালান বহিতে মোট কত টাকা লিপিবদ্ধ হবে?
ক্রয় ফেরত জাবেদা/ক্রয় জাবেদা/ বিক্রয় ফেরত জাবেদা/বিক্রয় জাবেদা – কোনটি ক্রেডিট নোটের সাহায্যে লেখা হয়?
ব্যাংক জমা ২০,০০০ টাকা, সমাপনী মজুদ ৩৬,০০০ টাকা, ক্রয় ১,৩৬,০০০ টাকা, বিক্রয় ২,৮৮,০০০ টাকা। মজুরি ও বেতন ২৭,৫০০ টাকা, আসবাবপত্র ৮৬,০০০ টাকা, মূলধন ১,৯০,০০০ টাকা হলে রেওয়ামিলের ডেবিট দিকে কত টাকা বসবে?
মীম এন্টারপ্রাইজ অফিসে ব্যবহারের জন্য ৫,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করে তা ভুলবশত ক্রয় হিসাবে লিপিবদ্ধ করে।
উক্ত ভুলের সংশোধনী জাবেদা দাখিলা কোনটি?
অনাদায়ী পাওনা সঞ্চিতি ১,০০০ টাকা দ্বারা কমাতে হবে। বছরের শুরুর তারিখের অনাদায়ী পাওনা সঞ্চিতি ৫,০০০ টাকা হলে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত হবে?
মীম এন্টারপ্রাইজ অফিসে ব্যবহারের জন্য ৫,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করে তা ভুলবশত ক্রয় হিসাবে লিপিবদ্ধ করে।
উদ্দীপকে কোন ধরনের ভূল সংঘটিত হয়েছে?
বিক্রিত পণ্যের ব্যয় ২,১৮,০০০ টাকা, সমাপনী মজুদ ২৭,০০০ টাকা এবং প্রারম্ভিক মজুদ ১৫,০০০ টাকা হলে এ বছরে ক্রয়ের পরিমাণ কত?