আপনাকে বড় বলে
বড় সেই নয়,
লোকে যারে বড় বলে
বড় সেই হয়।
বড় হওয়া সংসারেতে
কঠিন ব্যাপার,
সংসারে সে বড় হয়
বড় গুণ যার।
গুনেতে হইলে বড়
বড় বলে সবে,
বড় যদি হতে চাও
ছোট হও তবে।

কবিতা: “বড় কে?” এর কবি কে?

  • হরিশচন্দ্র মিত্র
বাংলা-প্রবাদঃ আড়াই কড়ার কাসুন্দি হাজার কাকের গোল
  • কোথাও যদি যোগানের তুলনায়, দাবীদারের সংখ্যা বেশী থাকে, সেই পরিস্থিতি বর্ণনা করতে এই প্রবাদ বলা হয়।

প্রবাদ-প্রবচনঃ আপন হাত জগন্নাথ পরের হাত এটো পাত কোন অর্থে ব্যবহৃত হয়?

  • শুধু নিজের জিনিস কে ভালো জ্ঞান করা, এবং অন্যের সম পর্যায়ের জিনিস কে ঘৃনা করার প্রবনতা বোঝাতে এই প্রবাদ বলা হয়।