মি. অপু একটি গার্মেন্টস ফ্যাক্টরির মালিক। তিনি প্রতিষ্ঠানের কাজগুলোকে বিভিন্ন বিভাগে বিভক্ত করে পর্যবেক্ষকের দায়িত্ব পরিচালনা করেন। এটি কোন ধরনের সংগঠন?

  • কার্যভিত্তিক

ব্যবস্থাপক জুহের খন্দকার তার প্রতিষ্ঠানের কর্মীগণ কে, কাকে, কীভাবে নিয়ন্ত্রণ করবে তার নির্দেশন দিয়ে থাকেন। এর মাধ্যমে তিনি কোন কাজটি করেছেন?

  • নিয়ন্ত্রণ
PM গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিভাগীয় ব্যবস্থাপকের সাথে আলোচনার ভিত্তিতে বিভাগীয় দায়িত্ব-কর্তৃত্ব নির্ধারণপূর্বক তা পালন করার নির্দেশ দেন।  – এটি কোন ধরনের নির্দেশনা?
  • পরামর্শমূলক নির্দেশনা
যে সংগঠন চিত্রে পদমর্যাদার বিভিন্ন বিভাগীয় নির্বাহী ও অধঃস্তনদের একই বৃত্তে নির্দিষ্ট দূরত্বে বিন্যাস করে দেখানো হয় তাকে কি বলে?
  • বৃত্তাকার
মুনির হোসেনের প্রতিষ্ঠানের কর্মীরা প্রত্যক্ষভাবে শুধুমাত্র একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট হতে আদেশ গ্রহণ করে। – এটি কোন নীতির অন্তর্ভুক্ত?
  • আদেশের ঐক্য
রাব্বী হোসেনের প্রতিষ্ঠানের নির্বাহীগণ সকল কাজে প্রত্যক্ষ তত্ত্বাবধানে থাকে। এতে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে কোনটি অর্জন করতে পারবে?
  • মিতব্যয়িতা