প্রবাদ-প্রবচনঃ আপন বুদ্ধি ছিলো ভালো, পর বুদ্ধিতে পাগল হলো
  • নিজের বুদ্ধিতে কাজ না করে, পরের বুদ্ধির উপর ভরসা করে সে অনুযায়ী কাজ করে বিপদে পরে আফসোস করে এই প্রবাদ বলা হয়।
প্রবাদ-প্রবচনঃ চুরি বিদ্যে বড় বিদ্যে যদি না পরো ধরা
  • একটু হাস্যরস দিয়ে চুরি করার পরিণাম এর কথা স্মরণ করিয়ে চুরি করতে অনুতসাহিত করা হয়েছে।
প্রবাদ-প্রবচনঃ পোলা হওয়ার খবর নাই হাজমের লগে দোস্তি
  • এক লোকের এখনো ছেলে হয়েনি, কিন্তু হলে তার খতনা করাতে হবে ভেবে এখন থেকেই সে হাজম (সুন্নতে খতনা অথবা মুসলমানি করাবার পেশাদার লোক) এর সাথে বন্ধুত্ব করে রাখছে। কোন কাজের জন্য অতি আগাম প্রস্তুতি নিলে এই প্রবাদ বলা হয়।

সূর্য ওঠার পূর্বদেশ
বাংলাদেশ!
আমার প্রিয় আপন দেশ
বাংলাদেশ!
আমাদের এই বাংলাদেশ!

কবির দেশ বীরের দেশ
আমার দেশ স্বাধীন দেশ
বাংলাদেশ!

ধানের দেশ গানের দেশ
তেরোশত এ নদীর দেশ
বাংলাদেশ!

আমার ভাষা বাংলা ভাষা
মা শেখালেন মাতৃৃৃভাষা
মিষ্টি বেশ!

মনে ভাষা জনের ভাষা
এই ভাষাতে ভালোবাসা
মায়ের দেশ!
বাংলাদেশ!
আমাদের এই বাংলাদেশ!

কবিতা “আমাদের এই বাংলাদেশ” এর কবি কে?

  • সৈয়দ শামসুল হক

চল চল চল!
ঊর্ধ্ব গগনে বজে মাদল ,
নিম্নে উতলা ধরনী – তল
অরুণ প্রাতের তরুণ দল
চল রে চল রে চল!
চল চল চল!
ঊষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত,
আমরা টুটাব তিমির রাত,
বাধার বিন্ধ্যাচল।
নব নবীনের গাহিয়া গান
সজীব করিব মহাশ্মশান,
আমরা দানিব নতুন প্রান,
বাহুতে নবীন বল।

কবিতা “চল চল চল” এর কবি কে?

  • কাজী নজরুল ইসলাম

হাটে যাবো হাটে যাবো ঘাটে নেই নাও,
নি-ঘাটা নায়ের মাঝি আমায় নিয়ে যাও।
নিয়ে যাবো নিয়ে যাবো কতো কড়ি দেবে?
কড়ি নেই কড়া নেই আর কিবা নেবে?

সোনামুখে সোনার হাসি তার কিছু দিও।
হাসিটুকু নিও আর খুশিটুকু নিও।

কবিতা “হাটে যাবো” এর কবি কে?

  • আহসান হাবীব

আপনাকে বড় বলে
বড় সেই নয়,
লোকে যারে বড় বলে
বড় সেই হয়।
বড় হওয়া সংসারেতে
কঠিন ব্যাপার,
সংসারে সে বড় হয়
বড় গুণ যার।
গুনেতে হইলে বড়
বড় বলে সবে,
বড় যদি হতে চাও
ছোট হও তবে।

কবিতা: “বড় কে?” এর কবি কে?

  • হরিশচন্দ্র মিত্র