প্রজা লি. এর প্রকল্প ‘B’ এর গড় মুনাফার হার ১৮% এবং গড় বিনিয়োগ ৪,৫০,০০০ টাকা হলে, প্রকল্প ‘B’ এর গড় নিট মুনাফা কত?
Subject: ফিন্যান্স ও ব্যাংকিং নৈব্যক্তিক প্রশ্ন ও উত্তর
একটি প্রকল্পের বিনিয়োগের পরিমাণ ৫০,০০০ টাকা। আগামী ৫ বছরে বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ ২০,০০০ টাকা হলে পে-ব্যাক সময় কত?
বিনিয়োগের ক্ষেত্রে যখন একটি প্রকল্প অন্য প্রকল্পের ওপর নির্ভরশীল হয় না তখন তাকে কী বলে?
আন্তঃআয় হার অনুযায়ী কখন প্রকল্প গ্রহণ করা হয়?
৪ বছর মেয়াদি কোনো প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ ৭৫ লক্ষ টাকা হলে উক্ত প্রকল্পের গড় বিনিয়োগ কত হবে?
ইস্ট কোম্পানি ২০১২ সালে অফিস ভাড়া বাবদ ৬,০০,০০০ টাকা, কর্মচারীর বেতন ১৪,০০,০০০ টাকা এবং কাঁচামাল ক্রয় বাবদ ৯,০০,০০০ টাকা ব্যয় করল। ইস্ট কোম্পানির স্থায়ী খরচ কত?
কাঁচামাল ক্রয়/কর্মচারিদের বেতন প্রদান/বিজ্ঞাপন খরচ/স্থায়ী সম্পদ ক্রয় – কোনটি মূলধন বাজেটিং এর সাথে সম্পর্কিত?
কখন প্রকল্পটি গ্রহণ করা উচিত?
ডা. ফারজানা নিজস্ব অর্থায়নে একটি হাসপাতাল স্থাপন ও পরিচালনা করেন। মূলধন বাজেটিংয়ের সাহায্যে তিনি কোন সিদ্ধান্ত নিবেন?
ব্যবসায় প্রতিষ্ঠানের সম্পত্তি ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কী প্রয়োগ করা হয়?
উপার্জনের অভ্যন্তরীণ হার/নিট আয় পদ্ধতি/নিট পরিচালন আয় পদ্ধতি/হামদা মডেল – কোনটি প্রকল্প মূল্যায়নের কৌশল?
বিনিয়োগ সিদ্ধান্তের আয়-ব্যয় প্রাক্কলন করে কী বিশ্লেষণ করা হয়?
কোনটির মাধ্যমে মূলধনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায়?
মানুষের দৈনন্দিন চাহিদা কেন বৃদ্ধি পায়?
কোন মেয়াদি অর্থসংস্থানের জন্য মজুত পণ্য ব্যবহার করা যায়?
সোহেল তার নার্সারি ব্যবসায়ের জন্যে জয়তা ব্যাংক হতে ৩ বছরের জন্যে ৫০ হাজার টাকা ঋণ নেয়। সোহেল ঋণের মাধ্যমে কোন ধরনের অর্থসংস্থান করেছেন?
মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে অর্থায়ন গঠিত ও পরিচালিত হয় তাকে কী বলে?
ব্যবসায় প্রতিষ্ঠান মুনাফা অর্জনের লক্ষ্য কিভাবে বাস্তবায়ন করতে পারে?
বাণিজ্যিকপত্র/শেয়ার/বন্ড /ঋণপত্র কোনটি মুদ্রাবাজারের হাতিয়ার?
বি.এস.ই.সি/ ডি.এস.ই / বাংলাদেশ ব্যাংক/ সি.এস.ই কোনটি অর্থ বাজারের নিয়ন্ত্রক সংস্থা?
বন্ড/ট্রেজারি বিল/ঋণপত্র/শেয়ার কোনটি ঝুঁকিবিহীন বিনিয়োগ?
কোন প্রতিষ্ঠান বাংলাদেশের সব আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে?