Subject: ফিন্যান্স ও ব্যাংকিং নৈব্যক্তিক প্রশ্ন ও উত্তর
‘E’ ব্যাংক একটি সুপ্রতিষ্ঠিত ব্যাংক। ব্যাংকটি নিজস্ব সুনাম পুঁজি করে এমন এটি দলিলের মাধ্যমে তহবিল সংগ্রহ করেছে যাতে উল্লেখ আছে নির্দিষ্ট সময়ান্তে গ্রাহকদের লাভসহ আসল অর্থ ফেরত দেয়া হবে। কীসের মাধ্যমে ব্যাংকটি তহবিল সংগ্রহ করেছে?
জামসেদ তার ফ্যাশন হাউজের জন্যে ঋতু ব্যাংক হতে এক বিঘা জমির দলিল জামানত রেখে ১ লক্ষ টাকা এক বছরের জন্যে ঋণ নেয়। ব্যবসায়ে মন্দা দেখায় জামসেদ ঋণ পরিশোধে অক্ষম হয়। এক্ষেত্রে ব্যাংকের করণীয় কী?
জনাব সুমন নারায়নগঞ্জে গার্মেন্টস প্রতিষ্ঠানের জন্যে ৮ বছরের মেয়াদে জনতা ব্যাংক হতে ১৫০ কোটি টাকা ঋণ নিয়েছেন। জনাব হাসান কোন ধরনের ঋণ গ্রহণ করেছেন?
রাজীব তার চালের ব্যবসয়ের জন্যে রুপালী ব্যাংক হতে ঋণ নিয়েছে,যার শর্ত হলো এতে কোনো নির্দিষ্ট সময় নেই এবং ব্যাংক চাওয়া মাত্রই রাজীব ঋণ পরিশোধে বাধ্য থাকবে। রাজীবের গৃহীত ঋণটি কী নামে পরিচিত?