ব্যাংক চাওয়া মাত্রই ঋণ পরিশোধের শর্তে ঋণ গ্রহণ করাকে কী বলে?
Subject: ফিন্যান্স ও ব্যাংকিং নৈব্যক্তিক প্রশ্ন ও উত্তর
যৌথমূলধনি কারবারের অভ্যন্তরীণ তহবিল হিসেবে বিবেচিত হয় কোনটি?
বিক্রেতার নিকট বিনিময় বিল কোন নামে অভিহিত হয়?
বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠানকে মধ্যমেয়াদী ঋণ প্রদান করে কোনটি?
ব্যবসায় শুরু ও পরিচালনার জন্য অর্থায়নের উৎস নির্বাচন গুরুত্বপূর্ণ কেন?
কোনটি বহিঃস্থ তহবিলের উৎস?
কোম্পানি থেকে সাধারণত নিয়মিতভাবে লভ্যাংশ পায় কে?
সাহেদ তার চালের ব্যবসায়ের জন্যে রূপা ব্যাংক হতে ঋণ নিয়েছে যার শর্ত হলো এতে কোনো নির্দিষ্ট সময় নেই এবং ব্যাংক চাওয়া মাত্রই সাহেদ ঋণ পরিশোধে বাধ্য থাকবে।
সাহেদের গৃহীত ঋণটি কী নামে পরিচিত?
কোনটি খরচবিহীন অর্থায়ন হতে পারে?
মধ্য ও দীর্ঘমেয়াদী অর্থ আদান-প্রদান অনুসরণ করা হয় কোন প্রক্রিয়ায়?
কোনো সম্পত্তি লিজ প্রদান করা হলে তার মালিক কে থাকে?
লিজকৃত সম্পত্তির মেরামত ও রক্ষণাবেক্ষণ করে কে?
অর্থায়নের উৎস হিসেবে দীর্ঘমেয়াদী ঋণ প্রযোজ্য হয় কোনটিতে?
বাণিজ্যিক ব্যাংকে জামানত হিসেবে ব্যবহারযোগ্য কোনটি?
ভবিষ্যতে কোনো আর্থিক বিপর্জয় মোকাবিলার জন্যে কোন ধরনের তহবিল সৃষ্টি করা হয়?
কোনটি অন্যগুলো থেকে আলাদা?
ব্যবসায়ীরা সাধারনত স্থায়ী বিনিয়োগের জন্য কোথা থেকে অর্থ সংগ্রহের চেষ্টা করেন?
কোন কারবারের ক্ষেত্রে সাধারণত নিজস্ব সঞ্চয়, ব্যবসায় মুনাফার মাধ্যমে তহবিল সংগ্রহ করা যায়?
ভিন্ন কারবারি সংগঠনের অভ্যন্তরীণ তহবিলের প্রকৃতি কীরুপ?
কোনটি ক্ষুদ্র ঋণ প্রদান করে না?
কোনটি ব্যবসায়ের মুনাফাভিত্তিক অভ্যন্তরীণ তহবিলের উৎস?
লটারির মাধ্যমে শেয়ার বন্টন করা হয় কখন?