অর্থায়নের প্রতিটি সিদ্ধান্ত কীসের ওপর ভিত্তি করে গৃহীত হয়?
Subject: ফিন্যান্স ও ব্যাংকিং নৈব্যক্তিক প্রশ্ন ও উত্তর
সুদের হারের কারণে অর্থের মূল্যের পার্থক্য ঘটে কোন সময়ের?
মি. খালেদ ৯% সুদে ৮৫,০০০ টাকা ব্যাংকে জমা রাখল। কত বছরে তিনি দ্বিগুণ পাবেন?
ব্যাংকে টাকা রাখলে বছরে কতবার চক্রবৃদ্ধি হয়?
ব্যাংক থেকে গৃহীত ঋণের কিস্তি নির্ধারণে কোন পদ্ধতি ব্যবহৃত হয়?
মি. মামুন ২% সুদে ব্যাংক হতে ঋণ গ্রহণ করলেন। যদি মাসিক বৃত্তিতে সুদ গণনা করা হয় তাহল তার প্রকৃত সুদের হার কত হবে?
আদিল ২% সুদে জয় ব্যাংক হতে ঋণ গ্রহণ করেন। এই ব্যাংকে মাসিক ভিত্তিতে সুদ গণনা করা হয়। উক্ত ব্যাংকের প্রকৃত সুদের হার কত?
ব্যাংক বা যেকোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণের আগে কী বিবেচনা করতে হয়?
অর্থের সময়মূল্যের ধারণা প্রয়োজন কখন?
সাপ্তাহিক সুদের হারকে কী দ্বারা প্রকাশ করা হয়?
অর্ধবার্ষিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে m এর মান কত?
ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হলে কারবারটি কিসের সম্মুখীন হতে পারে?
অধ্যাপক আজিম উদ্দিন ২০০৯ সালের ১ জানুয়ারি সিদ্ধান্ত নিলেন যে, তিনি প্রতি বছরের শেষে ১০,০০০ টাকা করে আগামী ৫ বছর জয়ন্তী ব্যাংক জমা দিবেন।
যদি সুদের হার ১২% হয়, তাহলে অধ্যাপক আজিম উদ্দিনের জমাকৃত অর্থের পরিমাণ কত হবে?
জনাব সালাউদ্দিন ৫ বছর পর বীমা কোম্পানি থেকে ১,০০,০০০ টাকা পাবেন। বাট্টার হার ১০% হলে উক্ত টাকার বর্তমান মূল্য কত?
প্রতি বছরের ভবিষ্যৎ সুদাসলকে সুদের হার দিয়ে ভাগ করলে কী পাওয়া যায়?
মনির আজ ১০০ টাকা ব্যাংকে জমা দিল। ব্যাংক ১০% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে। ৪ বছর পর আরাফাতের জমাকৃত অর্থের পরিমাণ কত হবে?
অর্থের সময়মূল্যের ধারণাটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?
কোনটির ক্ষেত্রে অর্থের সময়মূল্যের গুরুত্ব অপরিসীম?
প্রতি বছর ১০,০০০ টাকা করে ১০% হার সুদে ৫ বছর মেয়াদি অর্থ জমা রাখলে মেয়াদান্তে কত জমা হবে?
এককালীন অর্থ প্রবাহের বর্তমান ও ভবিষ্যৎ মূল্য নির্ণয়ে ব্যবহৃত পদ্ধতি কোনটি?
মি. জামাল ১৫% হারে অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধি সুদে ৮,০০০ টাকা ইসলামী ব্যাংকে জমা রাখেন। ৩ বছর পর তার হিসাবে কত টাকা জমা হবে?
মাসিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি করতে হয়?