ঋণ পরিশোধের সময় কিস্তির পরিমাণ ভিন্ন ভিন্ন হয় কেন?
Subject: ফিন্যান্স ও ব্যাংকিং নৈব্যক্তিক প্রশ্ন ও উত্তর
ভবিষ্যৎ মূল্য থেকে অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে কী বলে?
সাপ্তাহিক ১% হারে চক্রবৃদ্ধি সুদে বার্ষিক প্রকৃত সুদের হার কত?
ভবিষ্যৎ মূল্য=বর্তমান মূল্য (১ + সুদের হার )মেয়াদ সূত্রটি কোন পদ্ধতির অন্তর্গত?
প্রকৃত সুদের হারে R দ্বারা কী বোঝানো হয়?
বাজারে সুদের হার শতকরা ১০ ভাগ হলে এখনকার ১০০.০০ টাকার ২ বছর পরের ভবিষ্যৎ মূল্য কত হবে?
মি. জালিফ চাকরি থেকে অবসর নেওয়ার পর আগামী ১০ বছর ধরে প্রতি বছরের শেষে বিমা কোম্পানি থেকে ১৬,০০০ টাকা করে পাবেন।
বাট্টার হার ৮% হলে ভবিষ্যতে প্রাপ্য বার্ষিক বৃত্তিসমূহের বর্তমান মূল্য কত?
বছরে যদি ১২ বার সুদ চক্রবৃদ্ধি হয়, তাহলে কি করতে হবে?
আল আমিন একজন ব্যবসায়ী। তিনি দ্বিমাসিক চক্রবৃদ্ধিতে ১৪% হারে ১৫,০০০ টাকা ৪ বছরের জন্যে একটি প্রকল্পে বিনিয়োগ করেন।
তাহলে আল আমিন সাহেবের বিনিয়োগকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য কত হবে?
জনাব হারুন প্রেভিডেন্ট ফান্ড থেকে কিছু টাকা তুলে ১২% সুদে ডিজিটাল ব্যাংকে ৫ বছরের জন্য রাখতে চাইলে, ব্যাংক মেয়াদ শেষে তাকে ৫,০০,০০০.০০ টাকা দিতে চাইলো।
জনাব হারুন কত টাকা জমা রাখতে চান?
বর্তমান মূল্যকে কী দ্বারা প্রকাশ করা হয়?
জামাল সাহেব ২,৫০০ টাকা ঋণ করেন। বার্ষিক ১০% চক্রবৃদ্ধি সুদের হারে তাকে ৩ বছর পর কত টাকা পরিশোধ করতে হবে?
একটা ব্যবসায় প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যাওয়ার প্রধান কারণ কী?
সালেহা বেগম ৫ % সুদে ১০,০০০ টাকা ব্যাংকে জমা রাখলে কত বছরে তা দ্বিগুণ হবে?
অর্থের সময়মূল্য নির্ধারণের মূল্য কারণ কোনটি?
মি. সালাম ৩ বছর পরে ১০% চক্রবৃদ্ধি সুদের হারে যদি ৩,৩২৭.৫০ টাকা পায় তবে এর বর্তমান মূল্য কত?
সরল সুদের ক্ষেত্রে কীসের ওপর সুদ গণনা করা হয়?
বাট্টার হার বেশি হল কী হয়?
বর্তমান ও ভবিষ্যৎ অর্থের মধ্যে পার্থক্য না করার ফলাফল কোনটি?
মি. জিয়া একটি প্রকল্পে ১,০০০ টাকা ৫ বছরের জন্য বিনিয়োগ করেছেন। ৮% হারে দ্বিমাসিক চক্রবৃদ্ধিতে প্রকৃত সুদের হার কত হবে?
সুদাসলের ওপর প্রদান করা হয় কোনটি?
EAR কী?