১৯১৬ সালে বিশ্বের প্রথম বিলিওনেয়ার হিসেবে স্বীকৃতি পান কে?
Subject: ফিন্যান্স ও ব্যাংকিং নৈব্যক্তিক প্রশ্ন ও উত্তর
‘জিন্দাবাদ’ এর বিপরীত শব্দ কী?
প্রকল্প মূল্যায়নে কয়টি পদ্ধতি অনুসরণ করা যায়?
স্বল্পমেয়াদ অর্থসংস্থান করা হয় কেন?
বাণিজ্যিক ব্যাংক/বিশেষায়িত ব্যাংক/কেন্দ্রীয় ব্যাংক/গ্রামীণ ব্যাংক – ঋণদানের শেষ আশ্রয়স্থল কোনটি?
বাণিজ্যিক ব্যাংক প্রদত্ত ঋণ/মালিকের মূলধন/লভ্যাংশ সমতাকরণ তহবিল/শেয়ার – কোনটি বহিস্থ তহবিলের উৎস?
WACC – এর পূর্ণরূপ কী?
কোন ধরনের প্রতিষ্ঠান ‘চাহিবামাত্র প্রদেয় ঋণ’ স্বল্প খরচে ব্যবহার করতে পারবে?
‘P’ গ্রুপ ২০১২ সাল হতে সিদ্ধান্ত নিয়েছে ভবিষ্যৎ বিপদ মোকাবিলা করার জন্যে মুনাফার একটি অংশ তহবিল আকারে জমা রাখবে। গ্রুপের জমাকৃত তহবিলকে কী বলা যায়?
মৃত্যুহার পঞ্জির ব্যবহার শুরু হওয়ার মাধ্যমে কোন বীমার প্রচলন ঘটে?
কিসের বিনিময়ে বীমা কোম্পানি সকল প্রকার ঝুঁকি নিজের কাঁধে তুলে নেয়?
কীসের মাধ্যমে দুর্ঘটনাজনিত ক্ষতির আর্থিক ক্ষতিপূরণ সম্ভব হয়?
ডিএসই/বাংলাদেশ ব্যাংক/বাণিজ্য মন্ত্রণালয়/বিএসইসি – কোনটি বাংলাদেশের পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা?
সামাজিক কল্যাণে কাজ করা/অবকাঠামোগত উন্নয়ন করা/মুনাফা অর্জনের দ্বারা ক্রেতা সন্তুষ্টি অর্জন /প্রতিযোগীদের মুনাফা অর্জনের সুযোগ দান – কোনটি অর্থায়নে সামাজিক দায়বদ্ধতার আওতায় বিবেচনা করা হয়?
প্রতিষ্ঠানের আর্থিক কর্মকাণ্ড পরিচালনার মূল উদ্দেশ্য কী?
রিয়াদ আহমেদ সরমিতা কর্পোরেশনের আর্থিক পরিচালক। তিনি বিভিন্ন প্রকল্পে অর্থ বিনিয়োগ করেন। বিনিয়োগের পূর্বে তার করণীয় কী হবে?
স্বল্পমেয়াদি অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎস হলো-
- ক্রেতা হতে অগ্রিম
- গ্রাম্য মহাজন
- প্রাপ্য বিল বাট্টাকরণ
বিনিয়োগ ও মুনাফার মধ্যে কী ধরণের সম্পর্ক বিদ্যমান?
বিনিয়োগ হতে প্রাপ্তি মোট আয়কে শতকরায় প্রকাশ করলে তাকে কী বলে?
বাহ্যিক উৎস থেকে প্রাতিষ্ঠানিকভাবে যে মূলধন সংগ্রহ করা হয় তাকে কী বলে?
চলতি সম্পদে অতিরিক্ত বিনিয়োগ করা হলে নিচের কোনটি হ্রাস পেতে পারে?
আবিদ তার দোকানের ভাড়া প্রদান করতে চান। এজন্য তিনি কোন ধরনের মূলধন ব্যবহার করবেন?