কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত?
Subject: গাণিতিক সমস্যা নৈব্যক্তিক প্রশ্ন ও উত্তর
৪, ১১, ৮, ১৯, ১২, ___?
রোমান M প্রতিকের অর্থ কি?
৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ : ৩ , ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ : ৭ হবে?
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি ‘a’ হয়, তবে ক্ষেত্রফল কি হবে?
যদি x² = 16, তাহলে x = কত?
সোনা পানির তুলনায় ১৯.৩ গুণ ভারী। আয়তকার একটি সোনার বারের দৈর্ঘ্য ৮.৮ সেমি., প্রস্থ ৬.৪ সেমি. এবং উচ্চতা ২.৫ সেমি.। সোনার বারের ওজন কত?
৪টি সমানুপাতিক রাশির প্রান্তীয় রাশি ২টির গুণফল ২০০। ১ম রাশিঃ২য় রাশি = ১ঃ২, ২য় রাশিঃ৪র্থ রাশি = ১ঃ৪ হলে ৩য় সংখ্যাটি কত?
যদি (a+1/a)=√3, তাহলে (a+1/a)^3=কত?
√১৬৯ এর মূল বের কর।
কোন সংখ্যার ০.১পৌনোপৌনিক ভাগ এবং ০.১ ভাগের মধ্যে পার্থক্য ১.০ হলে, সংখ্যাটি কত?
একটি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল ১৯২ বর্গমিটার। এর দৈর্ঘ্য ৪ মিটার কমালে এবং প্রস্থ ৪ মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আয়তাকার কক্ষের সমান পরিসীমাবিশিষ্ট বর্গাকার কক্ষের ক্ষেত্রফল কত হবে?
( 5^(n 2) 35*(5^(n-1)) )/4*5^n এর মান কত?
বিষমবাহু ΔABC-এর বাহুগুলির মান এমনভাবে নির্ধারিত যে, AD মধ্যমা দ্বারা গঠিত ΔABD-এর ক্ষেত্রফল x বর্গমিটার। ΔABC-এর ক্ষেত্রফল কত?
x + y = 2, x2 + y2 = 4 হলে, x2 + y3 = কত?
৪৩ ও ৬০ এর মধ্য মৌলিক সংখ্যা কয়টি?
কোন বছরটি লিপ ইয়ার?
যদি 1 এর সংকেত হয় f, 2 এর p, 3 এর x, 4 এর z, 5 এর B,6 এর W, 7 এর L, 8 এবং U এবং 9 এর D । তাহলে 853417 এর সংকেত কি হবে?
y = 3x + 2, y = -3x + 2 এবং y = -2 দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি কোনটি হবে?
x>y এবং z < 0 হলে সঠিক উত্তর কোনটি?
এক ব্যক্তি সাঁতার কেটে স্রোতের প্রতিকূলে ১ মিটার/ঘন্টা বেগে ৪ মিটার দূরত্ব অতিক্রম করে আবার স্রোতের অনুকূলে ৪ মিটার/ঘন্টা বেগে পূর্বের স্থানে ফিরে এল। তার গড় গতিবেগ কত?
একটি পিপায় দুইটি নল সংযুক্ত। প্রথম নলটি খুলে দিলে পিপাটি ২০ মিনিটে পূর্ণ হয়, দ্বিতীয় নলটি খুলে দিলে পরিপূর্ণ পিপাটি ৩০ মিনিটে খালি হয়। দুইটি নল একসঙ্গে খুলে দিলে খালি পিপাটি কত সময়ে পূর্ণ হবে?