কোন ভগ্নাংশটি বৃহত্তম?
Subject: গাণিতিক সমস্যা নৈব্যক্তিক প্রশ্ন ও উত্তর
পরস্পরকে স্পর্শ করে আছে এমন তিনটি বৃত্তের কেন্দ্র, P, Q, R এবং PQ=a, QR=b, RP=c হলে P কেন্দ্রিক বৃত্তের ব্যাস কোনটি?
x+y-1=0, x-y+1=0 এবং y+3=0 সরল রেখা তিনটি দ্বারা কোন ত্রিভুজটি গঠিত?
১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যার যোগফল কত?
a=1, b=-1, c=2, d=-2 হলে, a-(-b)-(-c)-(-d) এর মান কত?
কোন সংখ্যাটি বৃহত্তম?
৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তর ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?
বৃত্তের ব্যসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্র যে কোন উত্পন্ন করে, তাকে কি কোণ বলে?
কোন লঘিষ্ঠ সংখ্যাকে ১২ এবং ১৬ দ্বারা ভাগ করলে অবশিষ্ট হবে যথাক্রমে ৫ এবং ৯ কত?
একটি সংখ্যার এক চতুর্থাংশ হতে ৪ বিয়োগ করলে ২০ হয়। সংখ্যাটি কত?
৭২ সংখ্যাটির কয়টি ভাজক আছে?
কোনটি মৌলিক সংখ্যা নয়?
অর্ধবৃত্তস্থ কোণ ___।
একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা ২ সেঃমিঃ ছোট, কিন্তু অতিভুজ ২ সেঃমিঃ বড়। অতিভুজের দৈর্ঘ্য কত?
একটি সাবানের আকার ৫ সেঃমিঃ× ৪সেঃমিঃ× ১.৫ সেঃমিঃ হলে, ৫৫ সেঃমিঃ দৈর্ঘ্য; ৪৮ সেঃমিঃ প্রস্থ এবং ৩০ সেঃমিঃ উচ্চতাবিশিষ্ট একটি বাক্সের মধ্যে কতটি সাবান রাখা যাবে?
যদি সেট A = {5, 15, 20, 30} এবং B = {3, 5, 15, 18, 20} হয় তবে নীচের কোনটি A∩B নির্দেশ করবে?
১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, …….. ধারার ১০ম পদটি কত?
৫ জন তাঁত শ্রমিক ৫ দিনে ৫টি কাপড় বুনতে পারে । একই ধরনের ৭টি কাপড় বুনতে ৭ জন শ্রমিকের কত দিন লাগবে?
(x-y, 3) = ( 0, x+2y) হলে, (x,y) = কত ?
একটি আয়তকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যর ২/৩ অংশ । ঘরটির পরিসীমা ৪০ মিটার হলে তার ক্ষেত্রফল কত?
0, 1, 2 এবং 3 দারা গঠিত চার অংকের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত?
যদি (64)2/3 + (625)1/2-3h হয়, তবে h এর মান কত?