চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার চিনি খাওয়ার পরিমাণ এমনভাবে কমালো যো চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো?
  • ২০%
পূর্ববর্তী বছরের তুলনায় ২০১০ সালে চালের মূল্য ১০% বৃদ্ধি পায়। ২০১১ সালের মূল্য ৫% হ্রাস পায়। ২০০৯ সালে তুলনায় ২০১১ সালে চালের মূল্য কত বৃদ্ধি পেয়েছে?
  • ৪.৫%
২০০৮, ২০০৯ ও ২০১০ সালে যদি একজন শ্রমিক পরবর্তী বছরের চেয়ে পরবর্তী বছরে ১০% বেশি বেতন পান, তাহলে ২০০৮ সালের চেয়ে ২০১০ সালে তিনি শতকরা কত টাকা বেশি পান?
  • ২১%
একটি বিশ্ববিদ্যালয়ের ৮০% শিক্ষার্থী ছাত্রাবাসে অবস্থান করে। ছাত্রাবাসের সৌভাগ্যের ৬০% শিক্ষার্থী একক কক্ষ পায়। যদি সৌভাগ্যবান শিক্ষার্থীর সংখ্যা ১২০০ হয়, তবে বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা কত?
  • ২৫০০
এক ব্যক্তি শেয়ার ব্যবসায় ৯,০০,০০০ টাকা বিনিয়োগ করলেন। শেয়ার প্রতি লভ্যাংশ হিসেবে তার আয় ৯ টাকা। ১০০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বাজার দর ১৫০ টাকা। ঐ বাৎসরিক আয় কত টাকা?
  • ৮১,০০০ টাকা
স্রোতের অনুকূলে একটি নৌকা ৪ ঘন্টায় ৪০ কিঃমিঃ পথ যায়। যদি স্থির জলে ঐ নৌকার গতিবেগ ঘন্টায় ৮ কিঃমিঃ হয়, তবে নদীর স্রোতের গতিবেগ কত ছিল?
  • ২ কিঃমিঃ
স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। যাতায়াতে যদি ১২ ঘন্টা সময় লাগে, তাহলে স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগে?
  • ৪ ঘন্টা
ঢাকা ও পাবনার মধ্যবর্তী দূরত্ব ৩০০ কিঃমিঃ। অর্নব ঢাকা হতে ঘন্টায় ৩০ কিঃমিঃ বেগে একটি গাড়িতে পাবনার উদ্দেশ্যে রওনা হলো, এর ২ ঘন্টা পর মুনিরা পাবনা হতে ঢাকার দিকে ঘন্টায় ৫০ কিঃমিঃ বেগে রওনা হলো। মুনিরা কত দূর গেলে অর্নবের সাথে দেখা হবে?
  • ১৫০ কিঃমিঃ