পিতা ও পুত্রের বয়সের গড় ৪০ বছর এবং মাতা ও ঐ পুত্রের বয়সের গড় ৩৫ বছর।মাতার বয়স ৫০ বয়স হলে পিতার বয়স কত?
Subject: গাণিতিক সমস্যা নৈব্যক্তিক প্রশ্ন ও উত্তর
৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ঃ৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ঃ৭ হবে?
কোনো একটি জিনিস নির্মাতা ২০% লাভে ও খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে। যদি ঐ জিনিসের নির্মাণ খরচ ১০০ টাকা হয় তবে খুচরা মূল্য কত?
টাকায় ৩টি করে আম ক্রয় করে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি ‘a’ হয় তবে ক্ষেত্রফল হবে –
১ থেকে ৪৯ পর্যন্ত সংখ্যার গড় কত?
চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনিভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল?
ত্রিভুজের একটি কোণ এর অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি –
একটি বৃত্তের ব্যাস 26 সেঃমিঃ হলে এর পরিধি কত?
একটি ট্রাপিজিয়ামের উচ্চতা 8 সেঃমিঃ এবং সমদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 9 সেঃমি এবং 7 সেঃমিঃ হলে এর ক্ষেত্রফল কত সেঃমিঃ?
তলের মাত্রা কয়টি?
সর্বপ্রথম শূন্য ও দশমিক ভিত্তিক স্থানীয়মান পদ্ধতির প্রচলন করেন কারা?
দুটি সংখ্যার গুণফল ১৫৩৬। সংখ্যা দুটির ল.সা.গু ৯৬ হলে গ.সা.গু কত?
১ হতে ৩০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?
ত্রিভুজ ABC এর BE=FE=CF। AFC এর ক্ষেত্রফল ৪৮ বর্গফুট হলে, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত বর্গফুট?
নিচের কোন সংখ্যাটি মৌলিক?
- ৯১
- ১৪৩
- ৮৭
- ৪৭
ভূমি x উচ্চতা / ২(দৈর্ঘ্য x প্রস্থ) / দৈর্ঘ্য x প্রস্থ / ১/২(ভূমি x উচ্চতা) – কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?
1/2{(a + b)2 + (a – b)2} = কত?
১৮ ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙ্গে গেল যে, ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ৩০০ কোণে স্পর্শ করলো। খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙ্গে গিয়েছিল?
am.an = am+n কখন হবে?
দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা ৩ বেশি। সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টির তিনগুণ অপেক্ষা ৪ বেশি। সংখ্যাটি কত?
সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন ৮ বছরে সুদে-আসলে তিনগুণ হবে?