শূন্যসহ সকল ধনাত্মক সংখ্যাকে কি বলা হয়?
Subject: গাণিতিক সমস্যা নৈব্যক্তিক প্রশ্ন ও উত্তর
দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর অবৃত্তাংশ ছাড়া অন্য কোনো অঙ্ক না থাকলে, তাকে কি বলে?
সকল মূলদ ও অমূলদ সংখ্যার সেট নিয়ে নিচের কোনটি গঠিত হয়?
যে অসীম দশমিক ভগ্নাংশ আবৃত্ত নয় তাকে কী বলে?
মুলদ সংখ্যাকে দশমিকে প্রকাশ করলে নিচের কোনটি হবে?
২৩ কোন ধরনের সংখ্যা?
a+b=5 এবং a-b=3 হলে ab এর মান কত?
পরিমাণকে প্রতীক তথা সংখ্যা আকারে প্রকাশ করার পদ্ধতি থেকে কিসের উৎপত্তি?
একটি ঘড়িতে ৬টার ঘন্টা ধ্বনি ঠিক ৬ টায় শুরু করে বাজতে ৫ সেকেন্ড সময় লাগে, যদি ঘন্টাধ্বনি সমান সময়ে ব্যবধানে বাজে তাহলে ঐ ঘড়িতে ১২ টার ঘন্টাধ্বনি বাজতে কত সেকেন্ড সময় লাগবে?
এক গোয়ালা তার ‘n’ সংখ্যক গাভীকে চার পুত্রের মধ্যে নিম্নলিখিতভাবে বন্টন করে দিল: প্রথম পুত্রকে ১/২ অংশ, দ্বিতীয় পুত্রকে ১/৪ অংশ, তৃতীয় পুত্রকে ১/৫ অংশ এবং বাকি ৭টি গাভী চতুর্থ পুত্রকে দিল। ঐ গোয়ালার গাভীর সংখ্যা কত ছিল?
একটি দ্রব্য ক্রয় করে ২৪% ক্ষতিতে বিক্রয় করা হল।বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অনুপাত কত?
একটি চতুর্ভুজের চারটি কোনের অনুপাত 1:2:2:3 হলে,বৃহত্তর কোনের পরিমান কত?
একটি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সেঃমিঃ। রম্বসটির ক্ষেত্রফল কত বর্গ সেঃমিঃ?
একটি কাজ ‘ক’ ৩ দিনে এবং ‘খ’ ৬ দিনে করতে পারে। ক ও খ একত্রে কত দিনে কাজটি করতে পারবে?
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য এর প্রস্থের তিনগুন এবং পরিসীমা ২৪ মিটার,বাগানটির ক্ষেত্রফল কত?
দুইটি সংখ্যার ল.সা.গু ১৪৪ এবং গ.সা.গু ১২। একটি সংখ্যা ৪৮ হলে অপরটি কত?
৪০ থেকে ১০০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?
একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৪ ও ১৬ হলে,এর মধ্য সমানুপাতী কত?
শতকরা বার্ষিক কত টাকা হার মুনাফায় ৬৫০ টাকার ৬ বছরের মুনাফা ২৭৩ টাকা হবে?
১৫ জন লোক একটি কাজ শেষ করে ৩ ঘন্টায়। ৫ জন লোক ঐ কাজ কত সময়ে শেষ করবে?
একটি খাতা ৩৬ টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় ৭২ টাকায় বিক্রিয় করলে তার দ্বিগুণ লাভ হয়,খাতাটির ক্রয়মূল্য কত?
গণনাকারী সংখ্যার অপর নাম কী?