স্রোতের অনুকূলে একটি নৌকা ৪ ঘন্টায় ৪০ কিঃমিঃ পথ যায়। যদি স্থির জলে ঐ নৌকার গতিবেগ ঘন্টায় ৮ কিঃমিঃ হয়, তবে নদীর স্রোতের গতিবেগ কত ছিল?
  • ২ কিঃমিঃ
স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। যাতায়াতে যদি ১২ ঘন্টা সময় লাগে, তাহলে স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগে?
  • ৪ ঘন্টা
ঢাকা ও পাবনার মধ্যবর্তী দূরত্ব ৩০০ কিঃমিঃ। অর্নব ঢাকা হতে ঘন্টায় ৩০ কিঃমিঃ বেগে একটি গাড়িতে পাবনার উদ্দেশ্যে রওনা হলো, এর ২ ঘন্টা পর মুনিরা পাবনা হতে ঢাকার দিকে ঘন্টায় ৫০ কিঃমিঃ বেগে রওনা হলো। মুনিরা কত দূর গেলে অর্নবের সাথে দেখা হবে?
  • ১৫০ কিঃমিঃ
একটি গাড়ি প্রতি লিটার পেট্রোলে ৮ কিঃমিঃ যায় এবং কোন স্থানে পৌছতে ১৮ লিটার তেল খরচ হয়। যদি গাড়িটি প্রতি লিটার তেলে ৯ কিঃমিঃ চলত, তবে কি পরিমাণ পেট্রোল কত লাগত?
  • ২ লিটার
কোনো দূর্গে ৭২০ জন সৈন্যের ২০ দিনের খাবার মজুদ আছে। ১০ দিন পর কিছু নতুন সৈন্য আসায় অবশিষ্ট খাবারে তাদের ৮ দিন চললে দূর্গে কত জন সৈন্য এসেছিল?
  • ১৮০ জন
কোন দূর্গে ২০০০ জন সৈন্যের ৩০ দিনের খাবার ছিল। ঐ দূর্গে ১০ দিন পর আরও কিছু সৈন্য যোগ দিলে বাকি খাবার তাদের ১৬ দিন চলে। কত জন সৈন্য যোগ দিয়েছিল?
  • ৫০০ জন
কোন সৈন্য শিবিরে ১০০০জন সৈন্যের ৬ মাসের খাদ্য মজুত আছে। ২ মাস পর ঐ শিবির হতে ৪০০ জন সৈন্য অন্যত্র চলে গেলে বাকি সৈন্যের ঐ খাবার কত দিন চলবে?
  • ২০০ দিন