একটি খুচরা বিক্রেতা বাজারে গিয়ে পাইকারী দোকান থেকে ৫০০ কেজি চাল, ৫০ কেজি ডাল, ২৭০ কেজি পিয়াজ এবং ১৮০ কেজি আটা কিনলেন। তিনি মোট কত কুইন্টাল জিনিস কিনলেন?

  • ১০ কুইন্টাল।

একটি খালি বালতি পানি দ্বারা ভর্তি করতে ৫০০ মিলিলিটাররের ৩০ বোতল পানি লাগলে ঐ পানি ভর্তি বালতি থেকে ২ লিটার ৫০০ মিলিলিটার পানি ফেলে দিলে বালতিটিতে কি পরিমাণ পানি থাকবে?

  • ১২ লিটার ৫০০ মিলিলিটার পানি।

কালুপুর থেকে কামারপাড়ার দূরত্ব ৭ কি.মি. ৫০০ মিটার। কালুপুর থেকে কামারপাড়া পর্যন্ত পাঁয়ে হেঁটে যেতে জসিমের ২ ঘন্টা সময় লাগে। যদি জসিম পাঁয়ে হেঁটে কালুপুর থকে কামারপাড়া গিয়ে আবার কালুপুর ফিরে আসে তাহলে তার মোট কত দূরত্ব হাঁটা হবে?

  • ১৫ কি.মি.।

কালুপুর থেকে কামারপাড়ার দূরত্ব ৭ কি.মি. ৫০০ মিটার। কালুপুর থেকে কামারপাড়া পর্যন্ত পাঁয়ে হেঁটে যেতে জসিমের ২ ঘন্টা সময় লাগে। জসিম ১ ঘন্টায় পাঁয়ে হেঁটে কতটুকু দূরত্ব অতিক্রম করতে পারে?

  • ৩ কি.মি. ৭৫০ মি.।

কালুপুর থেকে কামারপাড়ার দূরত্ব ৭ কি.মি. ৫০০ মিটার। কালুপুর থেকে কামারপাড়া পর্যন্ত পাঁয়ে হেঁটে যেতে জসিমের ২ ঘন্টা সময় লাগে। কালুপুর থেকে কামারপাড়ারর দূরত্ব আতিক্রম কত মিটার?

  • ৭৫০০ মিটার।