গুণ্যকে গুণক দিয়ে গুণ করার পর যে সংখ্যা পাওয়া যায় তাকে “গুণক” বলে?
Subject: গণিতশাস্ত্র বিষয়ক নৈব্যক্তিক প্রশ্ন ও উত্তর
যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে কি বলে?
যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলে?
ইন্টিগ্রাল ক্যালকুলাসের কাছাকাছি ধারনা নিয়ে প্রথম যিনি কাজ করেছিলেন বলে নিশ্চিত হওয়া যায় তার নাম কি?
১ বর্গফুট কাপড়ের দাম ৩০ টাকা। তাহলে ২০ ফুট দৈর্ঘ্য ও ৩০ ফুট প্রস্থ কাপড়ের দাম কত হবে?
শূন্যসহ সকল ধনাত্মক সংখ্যাকে কি বলা হয়?
দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর অবৃত্তাংশ ছাড়া অন্য কোনো অঙ্ক না থাকলে, তাকে কি বলে?
যে অসীম দশমিক ভগ্নাংশ আবৃত্ত নয় তাকে কী বলে?
সকল মূলদ ও অমূলদ সংখ্যার সেট নিয়ে নিচের কোনটি গঠিত হয়?
মুলদ সংখ্যাকে দশমিকে প্রকাশ করলে নিচের কোনটি হবে?
২৩ কোন ধরনের সংখ্যা?
a+b=5 এবং a-b=3 হলে ab এর মান কত?
পরিমাণকে প্রতীক তথা সংখ্যা আকারে প্রকাশ করার পদ্ধতি থেকে কিসের উৎপত্তি?
একটি ঘড়িতে ৬টার ঘন্টা ধ্বনি ঠিক ৬ টায় শুরু করে বাজতে ৫ সেকেন্ড সময় লাগে, যদি ঘন্টাধ্বনি সমান সময়ে ব্যবধানে বাজে তাহলে ঐ ঘড়িতে ১২ টার ঘন্টাধ্বনি বাজতে কত সেকেন্ড সময় লাগবে?
এক গোয়ালা তার ‘n’ সংখ্যক গাভীকে চার পুত্রের মধ্যে নিম্নলিখিতভাবে বন্টন করে দিল: প্রথম পুত্রকে ১/২ অংশ, দ্বিতীয় পুত্রকে ১/৪ অংশ, তৃতীয় পুত্রকে ১/৫ অংশ এবং বাকি ৭টি গাভী চতুর্থ পুত্রকে দিল। ঐ গোয়ালার গাভীর সংখ্যা কত ছিল?
একটি কাজ ‘ক’ ৩ দিনে এবং ‘খ’ ৬ দিনে করতে পারে। ক ও খ একত্রে কত দিনে কাজটি করতে পারবে?
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য এর প্রস্থের তিনগুন এবং পরিসীমা ২৪ মিটার,বাগানটির ক্ষেত্রফল কত?
একটি দ্রব্য ক্রয় করে ২৪% ক্ষতিতে বিক্রয় করা হল।বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অনুপাত কত?
একটি চতুর্ভুজের চারটি কোনের অনুপাত 1:2:2:3 হলে,বৃহত্তর কোনের পরিমান কত?
একটি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সেঃমিঃ। রম্বসটির ক্ষেত্রফল কত বর্গ সেঃমিঃ?
দুইটি সংখ্যার ল.সা.গু ১৪৪ এবং গ.সা.গু ১২। একটি সংখ্যা ৪৮ হলে অপরটি কত?
৪০ থেকে ১০০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?