ক্রয়কৃত পণ্য বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিনামূল্যে বিতরণ করা হলে তার জন্য সমন্বয় জাবেদা কি হবে?
  • বিজ্ঞাপন হিসাব ডেবিট, বিলম্বিত বিজ্ঞাপন হিসাব ক্রেডিট
যদি মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা হয় তাহলে ফলাফল কি হবে?
  • চলতি বছরের খরচ বেশি করে প্রদর্শিত হবে
  • চলতি বছরের মুনাফা কম করে প্রদর্শিত হবে
  • হিসাববিজ্ঞানের নীতিগত ভুল হবে
কোনটি উদ্বর্তপত্র ও রেওয়ামিরের মধ্যে পার্থক্য নির্দেশ করে?
  • রেওয়ামিলে নামিক হিসাব দেখানো হয়, উদ্বর্তপত্রে নামিক হিসাব দেখানো হয় না
  • হিসাবকাল শেষে লাভ-ক্ষতি হিসাবের উদ্বৃত্ত/জের উদ্বর্তপত্রে দেখানো হয়, রেওয়ামিলে দেখানো হয় না
  • অর্জিত আয় ও অপরিশোধিত ব্যয় উদ্বর্তপত্রে দেখানো হয়, রেওয়ামিলে দেখানো হয় না

১ ডিসেম্বর ৪ মাসের বেতন অগ্রীম প্রদান করা হয়েছে কিন্তু ৩১ ডিসেম্বর তারিখে এর সমন্বয় এন্ট্রি ভুলক্রমে বাদ পড়েছে। ফলে কি সঠিক হবে না?

  • লাভ-ক্ষতি হিসাব
  • মূলধন হিসাব
  • উদ্বর্তপত্র

একটি কোম্পানি ২০১২ সালে ৭,৫০০ টাকা বিজ্ঞাপন ব্যয় করে, যার উপযোগ অন্তত তিন বছর পাওয়া যাবে। কোম্পানিটি ২০ হাজার টাকার শেয়ার কিনেছে, ১০ হাজার টাকার বিদ্যুৎ সংস্থাপনে ব্যয় করেছে এবং ২০ হাজার টাকা বেতন দিয়েছে। ঐ কোম্পানির ২০১২ সালের মূলধন জাতীয় ব্যয় কত?

  • ৭২ হাজার ৫ শত টাকা
জলিলের কাছ হতে প্রাপ্ত ৩৫০ টাকা ভুলক্রমে তার হিসাবে ৫৩০ টাকা লেখা হলে সংশোধনী দাখিলা কী হবে?
  • জলিল হিসাব ডেবিট ১৮০ টাকা এবং ক্রেডিট অনিশ্চিত হিসাব ১৮০ টাকা