শেয়ার অবহার কোনটি?
Subject: হিসাবরক্ষণ নৈব্যক্তিক প্রশ্ন ও উত্তর
চলতি সম্পত্তিসমূহ উপস্থাপিত হয় কোন ভিত্তিতে?
মূল্য সংযোজন কর চালু করা হয় কবে থেকে?
বিক্রেতার কাছে মূসক (VAT) একটি কি?
কোন নিশ্চিত দায়ের সঠিক পরিমাণ জানা না থাকলে, কি করতে হয়?
প্রারম্ভিক মজুদ বেশি দেখালে, বেশি কি দেখানো হবে?
হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য সফল করার জন্য কতগুলো মৌলিক ধারণার প্রচলন করা হয়েছে তাকে কি বলা হয়?
হিসাব বিজ্ঞানের পরিচালন নির্দেশনাবলীকে কত ভাগে ভাগ করা যায়?
অগ্র প্রদত্ত ব্যয়কে সম্পত্তি হিসেবে ধরা হয় কোনটির উপর ভিত্তি করে?
হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুসারে হিসাবকাল শেষে সমন্বয় দাখিলা দিতে হয়?
কোন ধারণা অনুসারে হিসাবকাল শেষে অস্থায়ী বা নামিক হিসাব সমূহকে বন্ধ করে দেয়া হয়?
অগ্রীম প্রদত্ত ব্যয়কে সম্পত্তি হিসাবে উদ্বর্তপত্রে দেখানো হয়, কোনটির কারণে?
হিসাবকাল শেষে নামিক হিসাবের জের শুন্য করণ করার জন্য কোন নীতি কাজ করে?
হিসাব বিজ্ঞানের যাবতীয় কার্যাবলী সম্পন্ন হয় কিসের উপর ভিত্তি করে?
হিসাব বিজ্ঞানের ধারণা সমূহ কি?
হিসাব বিজ্ঞানের নীতি বলতে হিসাব বিজ্ঞানের সাথে জড়িত মতবাদ সৃষ্টিকে বোঝায়’ উক্তিটি দিয়েছেন কে?
সাধারণ অভিজ্ঞতা ঐতিহাসিক নজীর, ব্যক্তি ও পেশাদারী সংগঠন সমূহের বিবৃতি এবং সরকারী কর্তৃপক্ষ সমূহের বিধানাবলী হতে হিসাব বিজ্ঞানের কি এসেছে?
হিসাব বিজ্ঞান ধারণা প্রয়োগ করা হয়, হিসাব বিজ্ঞানের কিসের জন্য?
একটি বিশেষ শ্রেণীর সমস্যা সমাধানের জন্য হিসাব বিজ্ঞানের কি প্রয়োগ করা হয়?
মালিক ও অন্যান্যদের সাথে ব্যবসায় প্রতিষ্ঠানের সম্পর্ক কি?
ব্যবসায় প্রতিষ্ঠান তার কার্যবলী মালিকের কার্যাবলী হতে পৃথক রাখে কোন নীতির জন্য?
মালিক কর্তৃক প্রদত্ত মূলধন প্রতিষ্ঠানের নিকট ‘অন্তঃদায়’ কোন ধারণা অনুযায়ী?