প্রারম্ভিক মূলধন ৫০,০০০ টাকা অতিরিক্তি মূলধন ১০,০০০ টাকা সমাপনী মূলধন ৬০,০০০ টাকা মুনাফার পরিমাণ ১০,০০০ টাকা হলে, উত্তোলনের পরিমাণ কত হবে?
Subject: হিসাবরক্ষণ নৈব্যক্তিক প্রশ্ন ও উত্তর
একতরফা দাখিলা পদ্ধতিতে গত বছরের অপরিশোধিত দেনা কি করতে হবে?
এক মালিকানা কারবারের রেওয়ামিলে অবস্থিত আয়কর হিসাবকে ডেবিট করা হয় কোন হিসাবে?
একটি ব্যবসায় সংশ্লিষ্ট উপাত্ত প্রদত্ত হলঃ নগদ ৩,০০০ টাকা, প্রদেয় বিল ২,৫০০ টাকা, পাওনাদারবৃন্দ ৪,৫০০ টাকা, নীট আয় ৪,০০০ টাকা এবং বেতন খরচ ২,০০০ টাকা। উপরোক্ত উপাত্তের ভিত্তিতে ব্যবসায়টির মোট দায়ের পরিমাণ নির্ণয় কর।
এক তরফা দাখিলা হিসাব ব্যবস্থা কি ধরণের?
বিবিধ দেনাদার হিসাবে প্রারম্ভিক জের ১২,০০০ টাকা, ধারে বিক্রয় ১২০,০০০ টাকা, বিক্রয় ফেরত ৬,০০০ টাকা, নগদ প্রাপ্তি ৮০,০০০ টাকা, অনাদায়ী দেনা ৬,৫০০ টাকা, সমাপনী জের এর পরিমাণ কত?
একজন মালিক যার ১ জানুয়ারি ২০১০ তারিখে সম্পত্তি ছিল ২৫,০০০ টাকার ও দায় ছিল ১২,৫০০ টাকার এবং ৩১ ডিসেম্বর ২০১০ তারিখে ৩২,৫০০ টাকার সম্পত্তি ৮,৫০০ টাকার দায়। সে সেই বছরে কত মুনাফা অর্জন করে?
প্রারম্ভিক মূলধন ১১,৩৫০ টাকা, সমাপণী মূলধন ১৬,৫০০ টাকা এবং উত্তোলন ৩,৩০০ টাকা। ঐ বছরের লাভ/ক্ষতির পরিমাণ কত?
শুধু ব্যক্তিবাচক হিসাব রাখা হয় কোন পদ্ধতিতে?
প্রারম্ভিক মূলধন ১৫,০০০ টাকা, সমাপনী মূলধন ১৭,০০০ টাকা এবং উত্তোলন ৯,০০০ টাকা হলে, ঐ বছরের লাভ-ক্ষতি নির্ণয় কর।
পাওনাদারদের প্রারম্ভিক জের ৫,০০০ টাকা, সমাপনী জের ৬,০০০ টাকা, ক্রয় ফেরত ২,০০০ টাকা, পাওনাদারকে পরিশোধ ৯০,০০০ টাকা। ধারে ক্রয় কত?
ব্যবসায়ের মূল উদ্দেশ্য কি?
হিসাব চক্রের গুরুত্বপূর্ণ ধাপ কোনটি?
একটি হিসাবকালের শেষ দিনে তৈরি করা হয় কোনটি?
ক্রয়-বিক্রয় হিসাব কি?
লাভ-লোকসান হিসাব কি?
কোনটি প্রতিষ্ঠানের আর্থিক চিত্র তুলে ধরতে পারে?
মোট ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয় কিভাবে?
নীট ক্ষতির পরিমাণ নির্ণীত হয় কোন হিসাবে?
মোট লাভ হবে কখন?
কোম্পানির লাভ বা ক্ষতিকে বিভিন্ন খাত ভিত্তিক বন্টন করে কোন হিসাব প্রস্তুত করে?
উদ্বর্তপত্রে কোন সকল হিসাব অন্তর্ভূক্ত থাকে?