মেশিনের অবচয় নির্ধারণের জন্য একটি ব্যবসায় প্রতিষ্ঠান প্রতি বছরই মেশিনের ক্রমহ্রাসমান জের পদ্ধতি ব্যবহার করে। পদ্ধতির কোন পরিবর্তন করে না। এ প্রয়োগ হিসাব বিজ্ঞানের কোন নীতির উপর নির্ভরশীল?
Subject: হিসাবরক্ষণ নৈব্যক্তিক প্রশ্ন ও উত্তর
একটি কোম্পানির লাভ-ক্ষতি হিসাবের প্রধান সীমাবদ্ধতা কি?
ব্যাংক মিলকরণ বিবরণী প্রস্তুতির পূর্বে ক্যাশিয়ারের নগদান স্থিতি ছিল ৪,৮০০ টাকা। একজন দেনাদার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংকে সরাসরি জমা দিয়েছে ১,৪৮০ টাকা। ব্যবসা প্রতিষ্ঠান একটি ৬০০ টাকার চেক একজনকে দিয়েছে যা এখনও ব্যাংকে উপস্থাপন করা হয়নি। ব্যাংক তার সেবা প্রদান বাবত ৩০০ টাকা দেখিয়েছে।
ব্যাংক পাশ বইতে কত টাকা স্থিতি দেখানো হয়েছিল?
FASB এর পূর্ণাঙ্গরূপ কোনটি?
আন্তর্জাতিক CA ডিগ্রী প্রদানকারী প্রতিষ্ঠানের নাম কি?
ICAB কর্তৃক গৃহীত বাংলাদেশে প্রচলিত হিসাবে আদর্শমান কোনটি?
কোনটি অ-নগদ লেনদেনের উদাহরণ?
কোনটি সত্য নয়?
সড়ক দুর্ঘটনায় কোম্পানীর ব্যবস্থাপক মারা যাওয়ায় আকবর এন্ড সন্স এর সাথে ৫ কোটি টাকার চুক্তি সই হয় নাই, এটির ফলে হিসাব সমীকরণে কি প্রভাব ফেলেছে?
কোনটি লেনদেন নয়?
“Accrual Bais” এ হিসাবরক্ষণ বলতে কি বুঝায়?
বাকীতে পণ্য বিক্রয় মৌলিক হিসাব বিজ্ঞান সমীকরণের উপর কোন প্রভাব ফেলবে?
কোন সকল হিসাবের সাধারণত ডেবিট উদ্বৃত্ত থাকে?
টাইটান কোম্পানির সমাপনী মজুদ পণ্য ৪,০০০ টাকা কম দেখানো হয়েছে। বর্তমান হিসাব বছরের বিক্রিত পণ্যের ব্যয় এবং নীট আয়ের উপর, এই ভুলের প্রভাব হবে যথাক্রমে ____।
হিসাব কাল শেষে সমন্বয় লিখনকালে কি ঘটে?
কোন কোম্পানির নীট আয় ২৪,০০০ টাকা, নীট বিক্রয় ৪,০০,০০০ টাকা এবং গড় সম্পত্তি ৬,০০,০০০ টাকা। উক্ত কোম্পানির মুনাফার হার কত?
কত সময়ের জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়?
কোন হিসাবটি হিসাব বছরের শেষে বন্ধ করে দেয়া হয়?
হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী সম্বন্ধে কোন বিবৃতিটি ভুল?
রেওয়ামিলের দু’দিক মিলবে না, কখন?
মজুত পণ্য মূল্যায়নের ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুসরণ করা হয়?
সরল রৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয়কালে কোন বিষয়টি বিবেচিত হয় না