প্রতি একক পণ্য উৎপাদনের জন্য প্রদত্ত রয়্যাল্টি (Royalty) কোন ধরনের ব্যয়?
Subject: হিসাবরক্ষণ নৈব্যক্তিক প্রশ্ন ও উত্তর
কালান্তিক মজুদ পদ্ধতিতে ধারে ব্যবসায়িক পণ্য ক্রয়ের জাবেদা দাখিলা কোনটি?
গাড়ির ফুয়েলিং স্টেশনে নিম্নের কোন পদ্ধতিটি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য?
কেবল লিখিত বিজ্ঞপ্তি দ্বারা কোন ধরনের অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন ঘটে?
কোনো হিসাবে বাদ পড়া লেনদেনের সমন্বয়সাধন করার জন্য লাভ-লোকসান সমন্বয় হিসাব তৈরি করা হয়?
মজুরি ও বেতন কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হলে জাবেদার ডেবিট কী হবে?
উৎপাদন ব্যয়ের দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান হলো কোনটি?
অংশীদারি কারবারের লাভ-ক্ষতি বন্টনের হার উল্লেখ না থাকলে তা বন্টিত হবে –
বাংলাদেশে বহাল অংশীদারি আইনের কত ধারায় এ ব্যবসায়ের সংজ্ঞা দেওয়া হয়েছে?
প্রতিমাসের শেষে উত্তোলন করলে বছর শেষে কত মাসের সুদ ধরতে হবে?
ব্রেক ইভেন বিক্রয় = কী?
নিরাপত্তা প্রান্ত =কী?
কন্ট্রিবিউশন মার্জিন =কী?
বাজেট ছাড়া কোনটি সম্ভব নয়?
বাজেটীয় নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার কী হিসাবে বিবেচিত হয়?
বাজেট প্রস্তুত করার কাজকে কী বলে?
প্রত্যক্ষ কাচামাল +প্রত্যক্ষ মজুরি+উৎপাদন উপরিব্যয়=কী?
প্রত্যক্ষ কাচামাল +প্রত্যক্ষ মজুরি+অন্যান্য প্রত্যক্ষ খরচ=কী?
কোনটি তৈরি করার পূর্বেই মূলধন নির্ণয়ের উদ্দেশ্যে বৈষয়িক বিবৃতি প্রস্তুত করা হয়?
অংশীদারি কারবারের নিবন্ধনের জন্য কত টাকার স্টাম্প লাগে?
একতরফা দাখিলা পদ্ধতির মৌলিক বই কোনটি?
কোন পদ্ধতিতে লেনদেনের দ্বৈতসত্তা উপেক্ষা করা হয়?