‘শেয়ার’ কোম্পানির জন্য কোন ধরনের প্রতিকৃতি?
Subject: হিসাবরক্ষণ নৈব্যক্তিক প্রশ্ন ও উত্তর
কোন দলিলে কোম্পানির অভ্যন্তরীণ কার্যকলাপ পরিচালনা সংক্রান্ত যাবতীয় নিয়ম লিপিবদ্ধ থাকে?
পাবলিক লিমিটেড কোম্পানিতে ন্যূনতম পরিচালক সংখ্যা থাকে –
‘সাধারণ ঋণপত্র’ এর অপর নাম কী?
কোন শেয়ার মালিকগণ ভোটাধিকার ভোগ করেন?
কখন সাধারণ শেয়ার মালিকদের লভ্যাংশ প্রদান করা হয়?
কোম্পানির যাবতীয় দলিল দস্তাবেজ ও কাগজপত্রে কোনটির ব্যবহার করা বাধ্যতামূলক?
শেয়ার অবহার কোথায় দেখানো হয়?
কোম্পানি গঠনের উদ্দেশ্যে যে কতিপয় ব্যক্তি স্বেচ্ছায় উদ্যোগ গ্রহণ করে তাদেরকে বলে –
কোন শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রাপ্তির ক্ষেত্রে কোনো নির্দিষ্ট হার নেই?
কোন ধরনের অগ্রাধিকার শেয়ার মালিক কেবল মুনাফা হলেই নির্দিষ্ট হারে লভ্যাংশ পায়?
ঋণপত্র হলো পাবলিক লিমিটেড কোম্পানির উন্মুক্ত ঋণ গ্রহণের একটি –
কোম্পানি গঠনের সময় যে খরচাবলির সৃষ্টি হয় তাকে কী বলে?
অধিহারে শেয়ার ইস্যু কোম্পানির জন্য একটি –
কোন পত্রকে কোম্পানির জন্ম সনদ বলা হয়?
বাংলাদেশের কোম্পানি আইন কত সালে প্রণীত হয়?
শেয়ার ইস্যুর জন্য কোনটির প্রয়োজন হয় না?
কোন সম্পত্তির ক্ষেত্রে ভগ্নাবশেষ মূল্য নির্ধারণ করা হয় না?
হিসাব সমীকরণের ফিস আর্থিক বিবরণীতে দেখানো হয় –
শিক্ষানবিশ সেলামি ও বীমা সেলামি –
কোন ধরনের স্থায়ী সম্পত্তির উপর অবচয় ধার্য করা হয় না?
‘পুঞ্জিভূত হিসাব’ কী ধরনের হিসাব?