‘মোট ডেবিট সর্বদাই মোট ক্রেডিটের সমান’ – এটা দুতরফা দাখিলা পদ্ধতির কী?
Subject: হিসাবরক্ষণ নৈব্যক্তিক প্রশ্ন ও উত্তর
হিসাববিজ্ঞানের কোন নীতি অনুসারে প্রাপ্য হিসাবের মূল্যায়ন করা হয়?
C/F – এর পূর্ণরূপ কী?
যে চিঠির মাধ্যমে বিক্রেতাকে জানানো হয় যে তার হিসাবকে ফেরত মূল্যের দ্বারা ডেবিট করা হয়েছে তাকে কী বলে?
বহুঘরা অগ্রদত্ত নগদান বইয়ের প্রধান বৈশিষ্ট্য কী?
বিক্রয় জাবেদায় লেখা হয় –
দুঘরা নগদান বইয়ের ব্যাংকের ঘরে ডেবিট উদ্বৃত্ত –
খুচরা নগদান বইয়ের সমাপনী উদ্বৃত্ত কী নির্দেশ করে?
আর্থিক ঘটনার ফলাফলের প্রভাব নিরূপণ পদ্ধতি ও কৌশল আলোচনা করে কোনটি?
অর্থ সম্পর্কীয় ঘটনা থেকে উৎপত্তি –
অগ্রিম বিমা হিসাব –
ট্রেডমার্ক হিসাব একটি –
শো-কেজ ক্রয়/মেশিন ক্রয়/মেশিন সংস্থাপন ব্যয়/ফাইল কভার ক্রয় কোনটি আসবাবপত্র হিসাবে লেখা হবে?
হিসাব সচেতনতা মানুষকে গড়ে তুলতে সাহায্য করে –
হিসাবের শ্রেণিবিভাগের ভিত্তি –
মালিকানাস্বত্বকে কয়টি উপাদান প্রভাবিত করে?
লুকা প্যাসিওলি তাঁর ‘সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিকা প্রপোরশনিয়েট প্রপোরশনালিটা’ গ্রন্থে কী ব্যাখ্যা করেন?
লুকা প্যাসিওলি কোন বিষয়ের ওপর তাঁর বহুল আলোচিত গ্রন্থখানি লিখেছেন?
প্রতিটি লেনদেনে কয়টি পক্ষ জড়িত থাকে?
কোন দায়ের মাধ্যমে প্রদেয় হিসাব সৃষ্টি হয়?
কর্মচারী ও কর্মকর্তা হিসাব তথ্যের কোন ধরনের ব্যবহারকারী?
প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা উপস্থাপনের জন্য কোনটি ব্যবহৃত হয়?