Subject: হিসাবরক্ষণ নৈব্যক্তিক প্রশ্ন ও উত্তর
একটি শিল্প মার্চ হতে জুলাই পর্যন্ত পাঁচ মাসে যথাক্রমে ৫,৬,৮,৭ এবং ৫ টাকা দরে যথাক্রমে ২০০,২০০,১০০,২০০ এবং ২০০ একক কাঁচামাল ক্রয় করলে ৩ মাস ভিত্তিতে জুন মাসের মাল ইস্যুর চলিষ্ণু গড় কত?
একটি শিল্পের স্থিতিপত্রে নগদ তহবিল ২ লক্ষ টাকা, বিবিধ পাওনাদার ২ লক্ষ টাকা, বিবিধ দেনাদার ১ লাক্ষ টাকা, বকেয়া মজুরি ১ লক্ষ টাকা ও অগ্রিম খরচ ১ লক্ষ টাকা হলে চলতি মূলধন কত?
একটি শিল্পের স্থায়ী সম্পদ ৫ লক্ষ টাকা, মজুদ পণ্য ১ লক্ষ টাকা, নগদ তহবিল ১ লক্ষ টাকা, চলতি দায় ৩ লক্ষ টাকা, শেয়ার মূলধন ৩ লক্ষ টাকা, মোট বিক্রয় ৯ লক্ষ টাকা ও বিক্রয় ফেরত ১ লক্ষ টাকা হলে শিল্পটির মূলধনের আবর্তন হার কত?
যদি বিক্রীত পণ্যের ব্যয় ১৬,০০০ টাকা হয় এবং প্রান্তিক মুনাফা শতকরা ২০ টাকা, তবে বিক্রয়ের পরিমাণ কত?
মজুদ দ্রব্যের মূল্যায়ণ ক্রয়মূল্য কিংবা বাজার মূল্য কোনটিই সূচিত করে না কোন পদ্ধতিতে?