Subject: হিসাবরক্ষণ নৈব্যক্তিক প্রশ্ন ও উত্তর
প্রিমিয়ার লি. নীট আয় ২০০৯ সনে ছিল ৩,৫৪,০০০ টাকা এবং ২০১০ সনে ১,৫৯,৩০০ টাকা। ২০১০ সনের নীট আয়ের হ্রাসকে পূরণ করতে প্রিমিয়ার লি.কে নীট আয় ২০১১ সনে শতকরা কি হারে বাড়াতে হবে?
এপেক্স লি. এর ৩১ ডিসেম্বর ২০১১ তারিখে সমাপ্ত বৎসরের নিয়মিত কার্যাবলির তথ্যসমূহ নিম্নে দেয়া হল: বিক্রয় ১০,০০,০০০ টাকা, বিক্রয় খরচ ১,২৫,০০০ টাকা, মোট মুনাফার হার ৩০%, প্রশাসনিক খরচ ৫০,০০০ টাকা, ৩১/১২/২০১১ তারিখের সমাপ্তি মজুদ ৮০,০০০ টাকা ও ৩১/১২/২০১০ তারিখের সমাপ্তি মজুদ ৬০,০০০ টাকা।
উক্ত ২০১১ সনের মজুদপণ্যের আবর্তনের সময় কত মাসে?
২০০৫ সনের ৩১ ডিসেম্বর ব্লাবার্ড কোম্পানির নীট কার্যকরী মূলধন ছিল ৬৩,০০০ টাকা। ঐ তারিখের চলতি অনুপাত যদি ৫:৩ হয়, তাহলে মোট চলতি সম্পদের পরিমাণ কত ছিল?
বোস কোম্পানীর চলতি সম্পত্তি ২৬০,০০০ টাকা এবং মোট সম্পত্তি ৬০০,০০০ টাকা। চলতি দায় ১৭০,০০০ টাকা এবং মোট দায় ৩০০,০০০ টাকা। চলতি সম্পত্তির মধ্যে মজুদ পণ্য ও অগ্রদত্ত খরচ হচ্ছে যথাক্রমে ২৫,০০০ টাকা ও ১৫,০০০ টাকা।
তড়িৎ অনুপাত কত?
নিম্নলিখিত তথ্যসমূহ লেক্সাস লি. এর ২০০৮ সনের আয় বিবরণী হতে প্রাপ্ত: বিক্রয়-৬৪,২০,০০০ টাকা, প্রারম্ভিক মজুদ-৯,৮০,০০০ টাকা, ক্রয় ৪৫,৪০,০০০ টাকা, সমাপনী মজুদ-১০,২০,০০০ টাকা।
মজুদ পণ্যের টার্নওভারের হার কত?
২০০৮ সালের ৩১ ডিসেম্বর একটি কোম্পানির নীট কার্যকরী মূলধন ছিল ৬৩,০০০ টাকা। ঐ তারিখের চলতি অনুপাত যদি ৫:৩ হয়, তাহলে মোট চলতি সম্পদের পরিমাণ কত ছিল?
২০১০ সালে কিবরিয়া কোম্পানি লি. এর নীট লাভ হয় ১২,০০,০০০ টাকা। সংশ্লিষ্ট বৎসরে যে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের লভ্যাংশ প্রদান করে ২,৫০,০০০ টাকা
কিবরিয়া লি. এর ১,৯০,০০০ সাধারণ শেয়ার থাকলে শেয়ার প্রতি আয় কত?
২০০৭ সালের ৩১ ডিসেম্বর মেসার্স রাজশাহী ট্রেডিং এর নীট কার্যকরী মূলধন ছিল ৬৩,০০০ টাকা। ঐ তারিখের চলতি অনুপাত যদি ৮:৫ হয়, তাহলে মোট চলতি সম্পদের পরিমান কত ছিল?