গড় দেনাদার ১,৫০,০০০ টাকা, দেনাদার আবর্তন হার ৪ বার হলে নীট ধারে বিক্রয় কত?
Subject: হিসাবরক্ষণ নৈব্যক্তিক প্রশ্ন ও উত্তর
কোন অনুপাতটি কারবারের দক্ষতার পরিচায়ক?
কোনটি ব্যতীত সবগুলো দ্বারা ত্বরিৎ সম্পত্তি (তারল্য) অনুপাতের অগ্রগতি হয়?
কোনটি স্বল্পকালীন তারল্যের মাপকাঠি হিসাবে কম গুরুত্বপূর্ণ?
কোনটি চলতি সম্পদ নয়?
কোনটি চলতি দায় নয়?
করোলা কোম্পানির ৩১,৫০০ টাকা চলতি মূলধন রয়েছে এবং চলতি অনুপাত ৫:২ করোলার চলতি দায়ের পরিমাণ কত?
তারল্য অনুপাত কি নির্দেশ করে?
কোন অনুপাতটি কারবারের দক্ষতার পরিচায়ক?
স্কাইলার্ক কোম্পানির আয় বিবরণী থেকে নিম্নলিখিত তথ্য গুলো নেয়া হয়েছে: বিক্রয় ৬৪,২০,০০০ টাকা, প্রারম্ভিক মজুদ ৯,৮০,০০০ টাকা, ক্রয় ৪৫,৪০,০০০ টাকা, বছরান্তে মজুদ ১০,২০,০০০ টাকা। মজুদ পণ্যের আবর্তন হার কত হবে?
সানরাইজ কোম্পানির ৯৪,৫০০ টাকা নীট মূলধন রয়েছে এবং চলতি অনুপাত ৫:২। উক্ত কোম্পানির চলতি দায়ের পরিমাণ নির্ণয় কর।
কোনটি স্বচ্ছলতা নির্দেশক অনুপাত?
কোনটি আর্থিক স্বচ্ছলতা যাচাইয়ের অনুপাত?
যদি একটি কোম্পানির চলতি অনুপাত কমে যায় এবং ত্বরিত অনুপাত ভাল হয়, তবে কোনটি সবচেয়ে সম্ভাব্য ব্যাখ্যা হবে?
কোনটি তারল্য অনুপাত নয়?
একটি কোম্পানির উদ্বর্তপত্রে নিম্নোক্ত তথ্যসমূহ রয়েছে। নগদান ১০,০০০ টাকা; মজুদ পণ্য ২০,০০০ টাকা, প্রদেয় বিলসমূহ ১০,০০০ টাকা, সুনাম ১৫,০০০ টাকা, দেনাদার ১০,০০০ টাকা। উক্ত কোম্পানির চলতি অনুপাত কত?
চলতি মূলধন বলতে কি বুঝায়?
কোনটি চলতি মূলধনের অংশ নয়?
কোনটি মুনাফার অনুপাত?
চলতি দায় পরিশোধ করার ক্ষমতা কোনটি দিয়ে পরিমাপ করা যায়?
কোনটি তারল্য অনুপাত নয়?
কোন কোম্পানির নীট বিক্রয় ৫,০০,০০০ টাকা, চলতি সম্পত্তি ৩,০০,০০০ টাকা, গড় মোট সম্পত্তি ২০,০০,০০০ টাকা এবং নীট মুনাফা ১,০০,০০০ টাকা। উক্ত কোম্পানীর সম্পত্তির উপর মুনাফার হার কত?