মাজেদ সাহেব তার ছেলের ভবিষ্যৎ পড়াশোনার জণ্যে ৭০,০০০ টাকা জমা করতে চাচ্ছেন। তার ছেলে ১৫ বছর পর কলেজে ভর্তি হবে।

যদি ব্যাংক ১২% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদ প্রান করে তাহলে মাজেদ সাহেবকে বর্তমানে কত টাকা জমা করেত হবে?

  • ১১,৮৮১ টাকা

জনাব ওয়াশিক মাহী ২০০১ সালের ১ জানুয়ারি সিদ্ধান্ত নিলেন যে, তিনি প্রতি বছরের শেষে ২,০০০ টাকা করে পরবর্তী ৫ বছর ব্যাংকে জমা দিবেন। ব্যাংক তাকে ১০% চক্রবৃদ্ধি হারে সুদ প্রদান করবে।

৫ বছর পর মাহীর ব্যাংকে জমাকৃত অর্থের পরিমাণ কত হবে?

  • ১২,২১০ টাকা

হাবিবুল্লাহ একটি বোলিং একাডেমী স্থাপনের জন্যে প্রতি বছর ১০,০০০ টাকা করে IFIC ব্যাংকে কিস্তিতে জমা রাখছন। IFIC ব্যাংক ১৫% হারে চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে।

৬ বছর পর হাবিবুল্লাহর জমাকৃত অর্থের পরিমাণ কত হবে?

  • ৮৭,৫৩৭ টাকা

রাসেল ৩ বছর পর মি. জামালকে ঋণ পরিশোধ করার জণ্যে ৫০,০০০ টাকা প্রদান করবেন। বার্ষিক ৫% চক্রবৃদ্ধি সুদ বিবেচনা করে বর্তমানে যদি রাসেল ঋণ পরিশোধ করতে চায় তাহলে কে কত টাকা পরিশোধ করবে?

  • ৪৩,১৯২ টাকা

বোরহান একটি ল্যাপ্টপ ক্রয় করার জন্যে ৭০,০০০ টাকা এক্সেল ব্যাংক তেকে ঋণ নেয়। ব্যাংকের সুদের হার ১৮%। তাকে ঋণের কিস্তিগুলো মাসিক ভিত্তিতে পরিশোধ করতে হবে।

বোরহান এ ঋণ ৩ বছরের মধ্যে পরিশোধ করতে চাইলে প্রতিটি কিস্তিতে তাকে কত টাকা পরিশোধ করতে হবে?

  • ২,৫৩০ টাকা

রিদওয়ান ৪ বছর পর ১১% মাসিক চক্রবৃদ্ধি সুদের হারে যদি ১৮,৫৭৬ টাকা জমা করতে চাচ্ছে। এখন থেকে ১৫ বছর পর মেয়ের বিয়ে দেবেন ।

যদি ‘ক’ ব্যাংক ১০% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে সুদ প্রদান করে তাহলে রিদওয়ান সাহেব বর্তমানে কত টাকা করে ব্যাংক জমা রাখবেন?

  • ৩৪,০৯২ টাকা