সফল ক্যারিয়ারের জন্য বাংলা ভাষায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর (Page: ৯৪৫)
মাজেদ সাহেব তার ছেলের ভবিষ্যৎ পড়াশোনার জণ্যে ৭০,০০০ টাকা জমা করতে চাচ্ছেন। তার ছেলে ১৫ বছর পর কলেজে ভর্তি হবে।
যদি ব্যাংক ১২% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদ প্রান করে তাহলে মাজেদ সাহেবকে বর্তমানে কত টাকা জমা করেত হবে?
জনাব ওয়াশিক মাহী ২০০১ সালের ১ জানুয়ারি সিদ্ধান্ত নিলেন যে, তিনি প্রতি বছরের শেষে ২,০০০ টাকা করে পরবর্তী ৫ বছর ব্যাংকে জমা দিবেন। ব্যাংক তাকে ১০% চক্রবৃদ্ধি হারে সুদ প্রদান করবে।
৫ বছর পর মাহীর ব্যাংকে জমাকৃত অর্থের পরিমাণ কত হবে?
হাবিবুল্লাহ একটি বোলিং একাডেমী স্থাপনের জন্যে প্রতি বছর ১০,০০০ টাকা করে IFIC ব্যাংকে কিস্তিতে জমা রাখছন। IFIC ব্যাংক ১৫% হারে চক্রবৃদ্ধি সুদ প্রদান করবে।
৬ বছর পর হাবিবুল্লাহর জমাকৃত অর্থের পরিমাণ কত হবে?
রাসেল ৩ বছর পর মি. জামালকে ঋণ পরিশোধ করার জণ্যে ৫০,০০০ টাকা প্রদান করবেন। বার্ষিক ৫% চক্রবৃদ্ধি সুদ বিবেচনা করে বর্তমানে যদি রাসেল ঋণ পরিশোধ করতে চায় তাহলে কে কত টাকা পরিশোধ করবে?
বোরহান একটি ল্যাপ্টপ ক্রয় করার জন্যে ৭০,০০০ টাকা এক্সেল ব্যাংক তেকে ঋণ নেয়। ব্যাংকের সুদের হার ১৮%। তাকে ঋণের কিস্তিগুলো মাসিক ভিত্তিতে পরিশোধ করতে হবে।
বোরহান এ ঋণ ৩ বছরের মধ্যে পরিশোধ করতে চাইলে প্রতিটি কিস্তিতে তাকে কত টাকা পরিশোধ করতে হবে?
রিদওয়ান ৪ বছর পর ১১% মাসিক চক্রবৃদ্ধি সুদের হারে যদি ১৮,৫৭৬ টাকা জমা করতে চাচ্ছে। এখন থেকে ১৫ বছর পর মেয়ের বিয়ে দেবেন ।
যদি ‘ক’ ব্যাংক ১০% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে সুদ প্রদান করে তাহলে রিদওয়ান সাহেব বর্তমানে কত টাকা করে ব্যাংক জমা রাখবেন?